spot_img

― Advertisement ―

spot_img

ইবির অফিসিয়াল ফেসবুক পেইজের উদ্বোধন, ভুয়া পেইজে বন্ধে হুঁশিয়ারি

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অফিসিয়াল ফেসবুক পেইজ চালু করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তার...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসপ্রথমবারের মতো ইবিতে নবীনদের হাতে প্রথম দিনই একাডেমিক ক্যালেন্ডার

প্রথমবারের মতো ইবিতে নবীনদের হাতে প্রথম দিনই একাডেমিক ক্যালেন্ডার

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ প্রথমবারের মতো ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের বরণের প্রথম দিনই ক্লাস, পরীক্ষা ও ফল প্রকাশের রূপরেখা সম্বলিত একাডেমিক ক্যালেন্ডার সরবরাহ করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) আনুষ্ঠানিকভাবে ২০২৪-২৫ বর্ষের শিক্ষার্থীদের স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে আলাদাভাবে নানা আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ৩৬ টি বিভাগ। তবে এসব আয়োজনের মধ্যে সবচেয়ে নজর কেড়েছে নবীন শিক্ষার্থীদের মাঝে একাডেমিক ক্যালেন্ডার বিতরণ আয়োজন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এবারই প্রথম অনুষদগুলোতে ডিন স্বাক্ষরিত একাডেমিক ক্যালেন্ডার সরবরাহ করা হয়েছে। সেখানে প্রথম বর্ষের দুই সেমিস্টারের ক্লাস শুরু, ক্লাস সমাপ্তি, পরীক্ষা শুরু ও ফল প্রকাশের সম্ভাব্য সময়সূচি উল্লেখ করা হয়েছে।

এদিকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আটটি অনুষদের অধীনে ৩৬টি বিভাগে মোট ২ হাজার ৪৪৭টি আসনের মধ্যে এখনো ফাঁকা রয়েছে ৪৩টি আসন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় টেকনিক্যাল কমিটির মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে একাডেমিক শাখা।

আরও পড়ুনঃ ইবিতে নবীনবরণ, র‍্যাগিং ইস্যুতে কঠোর প্রশাসন

এ ছাড়া নবীন শিক্ষার্থীদের আগমন ঘিরে শতভাগ র‍্যাগিংবিরোধী অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই মধ্যে মাইকিং করে চালানো হয়েছে প্রচার-প্রচারণা। কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে র‌্যাগিংয়ের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি স্থায়ী বহিষ্কার করা হবে বলে সতর্ক করেছেন প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান।

বিশ্ববিদ্যালয়ের ‘আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগের নবীন শিক্ষার্থী আল আবি রায়হান বলেন, ‘একঝাঁক স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে এসেছি। প্রথম দিনেই আমাদের কোর্স কারিকুলাম দিয়েছে। আশা করি এটি আমাদের ভবিষ্যৎ পড়াশোনার ক্ষেত্রে ধারণা পেতে সাহায্য করবে। এছাড়া একাডেমিক ক্যালেন্ডারের বাস্তবায়নের মাধ্যমে আমরা সেশনজট ছাড়াই স্নাতক শেষ করতে পারব।’

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের প্রবীণ শিক্ষার্থীরা সেশনজট নিরসনে দীর্ঘদিন ধরেই একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ ও বাস্তবায়নের দাবি জানিয়ে আসছিলেন।