
মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে হাসপাতালে অ্যান্টিভেনম ইনজেকশন মজুদ থাকা সত্ত্বেও তা না দেওয়ায় বিষাক্ত সাপের কামড়ে এক মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম মো. আবদুল আলিম (৫)। সে পৌরসভার ৪নং ওয়ার্ড কলচমা চৌকিদার বাড়ির বাসিন্দা।
মঙ্গলবার দুপুরে বাড়ির দরজায় খেলতে গিয়ে সাপের কামড়ে আহত হয় আলিম। পরে স্বজনরা তাকে রামগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারজানা ইতি তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কুমিল্লায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
শিশুর মা মহিমা আক্তার বলেন, “আমার ছেলে মাদ্রাসা থেকে এসে দরজার সামনে খেলছিল। হঠাৎ চিৎকার দিলে দেখি সাপ কামড়ে দিয়েছে। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার জানালেন অ্যান্টিভেনম নেই, দ্রুত কুমিল্লা নিয়ে যেতে। কিন্তু পথেই সে মারা যায়।”
নিহতের মামা মো. রাছেল শেখ অভিযোগ করে বলেন, “হাসপাতালে অ্যান্টিভেনম থাকার কথা। আমার বিশ্বাস, এসব মূল্যবান ওষুধ বিক্রি করে দেওয়ার কারণে আজ আমার ভাগিনার মৃত্যু হয়েছে। দায়ী চিকিৎসকের শাস্তি চাই।”
আরও পড়ুনঃ রামগঞ্জে ছিনতাইকৃত মোটরসাইকেলসহ গ্রেফতার ২ জন
অভিযোগের বিষয়ে ডা. ফারজানা ইতি বলেন, “শিশুর মা প্রথমে নিশ্চিত করতে পারেননি সাপ নাকি ব্যাঙ কামড়েছে। রক্ত পরীক্ষায় নেগেটিভ আসে। অ্যান্টিভেনমের পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে জানালে স্বজনরা অন্যত্র নেওয়ার কথা বলেন। তাই সরকারি অ্যাম্বুলেন্সে কুমিল্লায় পাঠানো হয়।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন বলেন, “আমাদের হাসপাতালে অন্তত চারজন রোগীকে দেওয়ার মতো অ্যান্টিভেনম আছে। নিয়ম অনুযায়ী রেফারের আগে অ্যান্টিভেনম দেওয়ার কথা। কেন দেওয়া হয়নি, তা তদন্ত করে দেখা হচ্ছে।”