
মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে গ্রাম পুলিশের ভাতিজার প্রভাব খাটিয়ে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। নোয়াগাঁও ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের গ্রাম পুলিশ মো. রায়হান রনির চাচা মোহাম্মদ আলী খাল খননের ড্রেজিং মেশিন দিয়ে রাত-দিন বালু উত্তোলন করে ফসলি জমি ধ্বংস করছেন বলে অভিযোগ স্থানীয়দের।
গ্রামবাসী আবদুল মোতালেব, রফিক পাটোয়ারী ও রবিউলসহ কয়েকজন বুধবার দুপুরে সাংবাদিকদের বলেন, গ্রাম পুলিশ রনির নির্দেশে তার চাচা মোহাম্মদ আলী (চাদগাজী বাড়ি, প্রকাশ রনি চকিদার বাড়ি) খাল খননের বড় ড্রেজিং মেশিন দিয়ে প্রায় এক কিলোমিটার দূরের মাঠ থেকে বালু উত্তোলন করে বাড়ির পাশের জমি ভরাট করছেন।
বালু বিক্রেতা আবু তাহের দাবি করেন, “আমার সম্পত্তি থেকে আমার আত্মীয় মোহাম্মদ আলীকে বালু দিয়েছি।” একই গ্রামের রেজ্জাক ড্রেজিং মেশিন পরিচালনা করছেন বলে জানান তিনি।
এদিকে জমি ভরাটকারী মোহাম্মদ আলী বলেন, “৮ টাকা ফুট দরে রেজ্জাক বালু উত্তোলন করে দিচ্ছে। প্রশাসনের কোনো ঝামেলা হলে তা আমার ভাতিজা গ্রাম পুলিশ রনি ও ড্রেজার মালিক আল আমিন দেখবে।”
আরও পড়ুনঃ কুবিতে ‘আইসিটি উইক’ উদ্বোধন, র্যাগিং বন্ধে উপাচার্যের আহ্বান
এ বিষয়ে নোয়াগাঁও ইউপি সচিব মো. নুরুল হুদা ও ভারপ্রাপ্ত ভূমি কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বলেন, “১০-১২ দিন ধরে বালু উত্তোলন চললেও গ্রাম পুলিশ আমাদের জানায়নি। সাংবাদিকদের কাছ থেকে বিষয়টি জানার পর ফোন দিলে সে ঘটনার সত্যতা স্বীকার করে।”
নোয়াগাঁও ইউপির প্রশাসক মধাব চন্দ্র মজুমদার বলেন, “বালু উত্তোলন অবৈধ। এই ড্রেজিং মেশিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”