spot_img

― Advertisement ―

spot_img

সাজেক থেকে ক্যাম্পাসে ফেরা হলো না খুবি ছাত্রীর

সায়মা আনান প্রমি, খুবি প্রতিনিধিঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকি সাজেক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।বুধবার (১৭ সেপ্টেম্বর)...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসখুবিতে ‘সংবাদমাধ্যমে জেন্ডার সমতা ও ন্যায্যতা’ শীর্ষক সেমিনার

খুবিতে ‘সংবাদমাধ্যমে জেন্ডার সমতা ও ন্যায্যতা’ শীর্ষক সেমিনার

সায়মা আনান প্রমি, খুবি প্রতিনিধিঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা (এমসিজে) ডিসিপ্লিনের উদ্যোগে ‘সংবাদমাধ্যমে জেন্ডার সমতা ও ন্যায্যতা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টা ৩০ মিনিটে ইউআরপি লেকচার থিয়েটারে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন এমসিজে ডিসিপ্লিন প্রধান সারা মনামী হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে নারীর অংশগ্রহণ অপরিহার্য। সংবাদমাধ্যমেও নারীর উপস্থিতি ও যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করা জরুরি। সংবাদমাধ্যম সমাজের দর্পণ, তাই এখানে জেন্ডার সমতা ও ন্যায্যতা প্রতিফলিত হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।

বিশেষ অতিথি সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর শেখ শারাফাত হোসেন বলেন, সংবাদমাধ্যমে জেন্ডার সমতা কেবল নারীর ক্ষমতায়ন নয়, বরং সুষ্ঠু ও ন্যায্য সমাজ প্রতিষ্ঠার অন্যতম শর্ত।

আরও পড়ুনঃ রামগঞ্জে গ্রাম পুলিশ ভাতিজার ছত্রছায়ায় অবৈধ বালু উত্তোলন, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

আলোচক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ড. গীতি আরা নাসরীন বলেন, সংবাদমাধ্যমে নারীর কণ্ঠস্বর শোনা ও তাঁদের গল্প তুলে ধরা হলে সমাজে বৈষম্য কমবে। সমতা ও মানবাধিকারকর্মী শীপা হাফিজা বলেন, নারী সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি। এমআরডিআই-এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান বলেন, সম্পাদকীয় নীতি ও কর্মপরিকল্পনায় জেন্ডার সংবেদনশীলতা থাকা প্রয়োজন।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন এমসিজে ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মাজিদুল ইসলাম। এ সময় শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।