
মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ও লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইয়াসিন আলী বলেছেন, বাংলার আকাশে আবারো কালো মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, জনগণের ক্ষতি হয় এমন কোনো কাজ করা যাবে না।
বুধবার বিকালে লক্ষ্মীপুরের রামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি স্মৃতিচারণ করে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮০ সালে স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন। তখন তিনি বলেছিলেন, সবাই যখন ব্যর্থ হবে, স্বেচ্ছাসেবক দল সেখান থেকে আরম্ভ করবে।
ইয়াসিন আলী আরও বলেন, বন্যার সময় মানুষের পাশে ছিল স্বেচ্ছাসেবক দল, দুর্যোগের সময় মানুষের পাশে ছিল স্বেচ্ছাসেবক দল। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, “ভোট দিবো ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে।” আগামী দিনে সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
আরও পড়ুনঃ রাজশাহীতে র্যাব-৫ এর ভাবমূর্তি নষ্টে মাদক–অস্ত্র কারবারিদের ষড়যন্ত্র
রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দুলাল হোসেন দুলালের সভাপতিত্বে এবং সদস্য সচিব গোলাম রব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক মোঃ মমিনুল ইসলাম, লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ হারুন, উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজু, পৌরসভা বিএনপির আহ্বায়ক শেখ মোঃ কামরুজ্জামান, উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন কানন, সদস্য সচিব আব্দুস সাত্তার মজুমদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।