
জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম-দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। সঠিক চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবিতে গতকাল মঙ্গলবার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা অভিযোগ করেন, স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের দৌরাত্ম্য, অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, অব্যবস্থাপনা, ওষুধ সরবরাহে অনিয়ম এবং রোগীদের নিয়মিত হয়রানি নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। এতে সাধারণ মানুষ ন্যায্য স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
মানববন্ধনে বক্তব্য দেন স্বেচ্ছাসেবী রুহুল সিদ্দিকী রুমান, মানব কল্যাণ সংস্থা ইনসাফের চেয়ারম্যান হাবিবুল্লাহ পাহাড়ী, উপদেষ্টা মানিক মিয়া, নালিতাবাড়ী ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আল আমিন, সাংবাদিক মুজাহিদুল ইসলাম উজ্জ্বলসহ ভুক্তভোগী কয়েকজন রোগী। বক্তারা বলেন, স্বাস্থ্যসেবাকে ঘিরে গড়ে ওঠা সিন্ডিকেট দ্রুত ভেঙে দিতে হবে, নইলে জনসাধারণের ক্ষোভ আরও বৃদ্ধি পাবে।
আরও পড়ুনঃ জবিতে দুই দফা দাবিতে ভিসি ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
কর্মসূচিতে ১৯ দফা দাবি উপস্থাপন করেন মানববন্ধনকারীরা। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— হাসপাতালের ভেতরে দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ, রোগীদের হয়রানি বন্ধ, ওষুধের সঠিক সরবরাহ নিশ্চিত করা, চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিতে পদক্ষেপ গ্রহণ এবং সেবার মান উন্নত করতে প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবিগুলো দ্রুত মানা না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে উপজেলার বিভিন্ন সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবী, ভুক্তভোগী রোগী, সাধারণ জনতা ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
স্থানীয় সচেতন মহল মনে করছে, এ মানববন্ধনের পর নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতি রোধে প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে।