spot_img

― Advertisement ―

spot_img

তথ্য ও সম্প্রচার উপদেষ্টার প্রচেষ্টায় রামগঞ্জে স্থাপিত হচ্ছে মিনি স্টেডিয়াম

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ও রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের কৃতি সন্তান মাহফুজ আলমের আন্তরিক প্রচেষ্টায় অবশেষে...
প্রচ্ছদসারা বাংলারামগঞ্জে বিএনপির প্রতিনিধি নির্বাচনে ভোট বর্জনের ডাক

রামগঞ্জে বিএনপির প্রতিনিধি নির্বাচনে ভোট বর্জনের ডাক

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনে আওয়ামী লীগ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপির একটি অংশ।

মঙ্গলবার বিকেলে গাজীপুর বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে আবুল হোসেন-নুর আলম-রেজাউল করিম প্যানেল এ ঘোষণা দেয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ভোটার তালিকা প্রকাশ না করে হঠাৎ ভোটের তারিখ ঘোষণা, আওয়ামী লীগের সমর্থকদের ভোটার হিসেবে অন্তর্ভুক্তি এবং নির্ধারিত ৩১ আগস্টের ভোট ২৯ আগস্টে এগিয়ে আনার সিদ্ধান্তে তারা ক্ষুব্ধ। এসব কারণেই ভোটে অংশগ্রহণ না করার ঘোষণা দেওয়া হয়েছে।

সভাপতি প্রার্থী আবুল হোসেন আবু লিখিত বক্তব্যে অভিযোগ করেন, “উদ্দেশ্যমূলক ও ব্যক্তির এজেন্ডা বাস্তবায়নের জন্য আওয়ামী পরিবারের সদস্যদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা চাই শহীদ জিয়ার আদর্শের সৈনিক, ত্যাগী ও নির্যাতিত বিএনপির তৃণমূল নেতাকর্মীদের নিয়ে নতুন ভোটার তালিকা প্রণয়ন করা হোক এবং পুনরায় ভোটের তারিখ ঘোষণা করা হোক।”

আরও পড়ুনঃ নালিতাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম-দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন

এ সময় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মনির হোসেন হাওলাদার জানান, দলীয় নির্দেশনা ও বিধি অনুযায়ী নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। কেউ লিখিত অভিযোগ দিলে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।