
ওমর ফারুক জিলন, জবি প্রতিনিধিঃ সম্পূরক বৃত্তি এবং জকসু নীতিমালা ও সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, দুই দফা দবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।
বুধবার দুপুর ১২টা থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিতে থাকেন।
এতে শাখা ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, আপ বাংলাদেশ, ইসলামিক ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা স্লোগান দেন—“জকসু আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার”, “বৃত্তি আমার অধিকার, মুখে দেওয়ার সাধ্য কার”, “এ লড়াইয়ে জিতবে কারা, জবিয়ান জবিয়ান”, “আবাসন বৃত্তি দিতে হবে, দিয়ে দাও”—এছাড়া প্রশাসনের বিরুদ্ধে নানা প্রতিবাদী স্লোগানও শোনা যায়।
আরও পড়ুনঃ সাজিদ হত্যা ও আওয়ামী দোসরদের বিচারের দাবিতে ইবি ছাত্রদলের বিক্ষোভ
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জবি শাখার মুখ্য সংগঠক ফেরদৌস শেখ বলেন, “আমাদের বহুল আকাঙ্ক্ষিত সম্পূরক বৃত্তি নিয়ে প্রশাসন কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি। জকসু নিয়েও সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা হয়নি। এসব বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলতে থাকবে।”
একই বিষয়ে জবি শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব বলেন, “প্রশাসন সিন্ডিকেটে জকসুর নীতিমালা অনুমোদন করলেও আইন পাশ, তফসিলসহ পূর্ণাঙ্গ রোডম্যাপ ঘোষণা করেনি। সম্পূরক বৃত্তির বিষয়েও কিছু বলেনি। তারা শিক্ষার্থীদের আন্দোলনকে হালকাভাবে নিচ্ছে, কিন্তু এ আন্দোলনের পরিণতি কী হতে পারে তা তারা অনুধাবন করছে না।”