spot_img

― Advertisement ―

spot_img

তথ্য ও সম্প্রচার উপদেষ্টার প্রচেষ্টায় রামগঞ্জে স্থাপিত হচ্ছে মিনি স্টেডিয়াম

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ও রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের কৃতি সন্তান মাহফুজ আলমের আন্তরিক প্রচেষ্টায় অবশেষে...
প্রচ্ছদসারা বাংলাতথ্য ও সম্প্রচার উপদেষ্টার প্রচেষ্টায় রামগঞ্জে স্থাপিত হচ্ছে মিনি স্টেডিয়াম

তথ্য ও সম্প্রচার উপদেষ্টার প্রচেষ্টায় রামগঞ্জে স্থাপিত হচ্ছে মিনি স্টেডিয়াম

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ও রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের কৃতি সন্তান মাহফুজ আলমের আন্তরিক প্রচেষ্টায় অবশেষে রামগঞ্জবাসী পাচ্ছে মিনি স্টেডিয়াম।

বুধবার(২৭ আগস্ট) মিনি স্টেডিয়াম স্থাপনের জন্য উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের খলিফার দরজা সংলগ্ন বিঘা মৌজার প্রায় ৩.৩৪ একর জমি জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধিদল সরেজমিনে পরিদর্শন করে দখল বুঝে নেয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, “উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ (২য় পর্যায়) (১ম সংশোধিত)” প্রকল্পের আওতায় লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় জমি অধিগ্রহণ সংক্রান্ত জেলা প্রশাসক লক্ষ্মীপুরের একটি পরিপত্র প্রকাশিত হয়।

এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ, ঢাকা থেকে প্রকল্প পরিচালক মাহবুব মোরশেদ সোহেল (উপ-সচিব) স্বাক্ষরিত আরেকটি পরিপত্র মঙ্গলবার (২৬ আগস্ট) হাতে আসে। এতে উল্লেখ করা হয়, বুধবার সকাল ১১টায় জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধি প্রকৌশলী (যান্ত্রিক) মোঃ জাহিদ হোসেনসহ কর্মকর্তারা জমির দখল বুঝে নেবেন।

গতকাল বুধবার দুপুর ১টার দিকে রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের বিঘা মৌজা এলাকায় (খলিফার দরজার ব্রিজ থেকে হাজীগঞ্জ যাওয়ার পথে রাস্তার ডান পাশে) স্টেডিয়ামের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ রবিন শীষ, সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী (যান্ত্রিক) মোঃ জাহিদ হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ সজিবুল্লাহ সজিব, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যরা।

আরও পড়ুনঃ বিমানবন্দর সড়ক সম্প্রসারণে ফ্লাইওভার নির্মাণের বিষয় বিবেচনায় চসিক

উপজেলায় মিনি স্টেডিয়াম স্থাপনকে স্বাগত জানিয়ে রামগঞ্জ উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনসহ রামগঞ্জ ক্রিকেট একাডেমির উপদেষ্টা মাহমুদ ফারুক বলেন, “এটি সময়ের সেরা সিদ্ধান্ত। দীর্ঘদিনের দাবি ছিল রামগঞ্জে একটি স্টেডিয়াম। অবশেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিকতায় সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এতে শিশু, কিশোর ও যুবসমাজ মাদক ও মোবাইলের আসক্তি থেকে রক্ষা পাবে।”

তিনি আরও বলেন, “আমরা আশাবাদী, খুব দ্রুততম সময়ের মধ্যে স্টেডিয়ামের কাজ শুরু হয়ে শেষ হবে। পাশাপাশি স্থানীয় রাজনীতিবিদ, শিক্ষক, ক্রীড়াবিদ ও অভিভাবকদের দায়িত্বশীল আচরণ আমাদেরকে একটি সমৃদ্ধ দেশ গঠনে সহায়তা করবে।”