spot_img

― Advertisement ―

spot_img

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কুবিতে মশাল মিছিল

কুবি প্রতিনিধি: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন ‘উত্তরবঙ্গ...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বেরোবি উপাচার্যের নিন্দা

ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বেরোবি উপাচার্যের নিন্দা

বেরোবি প্রতিনিধি: ঢাকায় গত ২৭ আগস্ট ২০২৫ তারিখে প্রকৌশল শিক্ষার্থীদের কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারসেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের আহত করার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক বিবৃতিতে উপাচার্য বলেন, শিক্ষার্থীরা তাদের ন্যায্য দাবির পক্ষে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন। তাদের ওপর অকারণে দমন-পীড়ন চালানো হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দাবি শোনা এবং আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত ছিল। শিক্ষার্থীদের ওপর এ ধরনের হামলা শিক্ষা অঙ্গণকে আতঙ্কিত করে তোলে।

আরও পড়ুনঃ রাজশাহীতে পিস্তল ‘মেরামত’ করতে গিয়ে পুলিশের এসআই গুলিবিদ্ধ

উপাচার্য ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান। পাশাপাশি আহত শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

প্রকৌশল শিক্ষার্থীদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ করেন বেরোবি উপাচার্য।