spot_img

― Advertisement ―

spot_img

নিষেধাজ্ঞা সত্ত্বেও বহিরাগতদের অবাধ প্রবেশঃ নিরাপত্তা শঙ্কায় শিক্ষার্থীরা

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ নিষেধাজ্ঞা সত্ত্বেও ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাধে বহিরাগতদের প্রবেশে নিরাপত্তা শঙ্কায় ভুগছেন শিক্ষার্থীরা। অভিযোগ রয়েছে এসব নিয়ন্ত্রণে প্রশাসন মাইকিং-বিজ্ঞপ্তিতেই দায় সারছেন।সরেজমিনে...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসভিপি নূরের উপর হামলা, জড়িতদের বিচার ও জাপাকে নিষিদ্ধসহ তিন দাবিতে উত্তাল...

ভিপি নূরের উপর হামলা, জড়িতদের বিচার ও জাপাকে নিষিদ্ধসহ তিন দাবিতে উত্তাল ইবি 

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ রাজধানীতে গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরসহ নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (২৯ আগস্ট) রাত পৌনে বারোটার দিকে বিশ্ববিদ্যালয় জিয়া মোড় থেকে মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে সমাবেশে মিলিত হয়। 

এসময় হামলায় জড়িতদের বিচারসহ তিন দফা দাবি জানান তারা। অন্য দাবিগুলো হলো, জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে, জিএম কাদেরকে গ্রেফতার ও জাপাকে আগামী ৩টা নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না।

মিছিলে শিক্ষার্থীরা ‘নুরের উপর হামলা কেন, ইন্টেরিম জবাব চাই, ‘জাতীয় পার্টির কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও,’ভারতীয় ষড়যন্ত্র, রুখে দাও রুখে দাও,’ ‘জুলাই যোদ্ধা আহত কেন, জবাব চাই দিতে হবে,”আপা গেছে যেই পথে, জাপা গেছে সেই পথে, ‘বিপ্লবীরা আহত কেন,  ইন্টেরিম জবাব দে,’ ‘আমাদের সংগ্রাম, চলছেই চলবে’সহ নানা স্লোগান দেন তারা। 

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আজকে আমাদের এক জুলাই যোদ্ধা, ভারতীয় আগ্রাসনের তীব্র বিরোধিতাকারী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যখন দেশে নির্বাচনি আমেজ তৈরি হয়েছে তখন আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসনের জন্য  জাতীয় পার্টি  মাঠে নেমে পড়েছে। 

এই জাতীয় পার্টি আওয়ামীলীগের প্রধান দোসর। কিন্তু এখন পর্যন্ত কি কারণে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হয়নি? অবিলম্বে জাপাকে নিষিদ্ধ করতে হবে। জিএম কাদেরকে গ্রেফতার ও জাপাকে আগামী ৩টা নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না।

আরও পড়ুনঃ সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধাম পরিদর্শন করলেন জেলা প্রশাসক

তারা আরও বলেন, আজকে ভিপি নূরকে হামলা করা হয়নি বরং চব্বিশের রক্তাক্ত জুলাইয়ের উপরে হামলা করা হয়েছে।এ ঘটনায় ইন্টেরিম ব্যর্থতার পরিচয় দিয়েছে। এজন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে এর জবাব দিতে হবে। ইন্টেরিমের ভিতের আওয়ামী ফ্যাসিবাদের আত্মা এখনো রয়ে গেছে। 

ভারতীয় সাম্রাজ্যবাদ কায়েম করতে আওয়ামী ফ্যাসিবাদের ইন্ধনে জাতীয় পার্টি কাজ করছে। তারা ভারতীয় আধিপত্য কায়েম করতে চায়, এটা তাদের দিবাস্বপ্ন।  ইতিহাস সাক্ষী আমরা কখনো ভারতীয় আধিপত্যকে মেনে নেইনি। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবির সাবেক সম্বয়ক এস এম সুইট বলেন, আমরা জুলাই গণ-অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে এখনো দ্বিধাদ্বন্দ্বে আছি। কারণ আজ সেনাবাহিনী নির্লজ্জভাবে নূরসহ তার নেতাকর্মীদের উপর হামলা করে আহত করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে হামলায় জড়িতদের গ্রেফতার ও বিচার করতে হবে।

প্রসঙ্গত, আজ ঢাকার বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সেনাবাহিনী ও পুলিশ। এ সময় নুরুল হক নুরসহ বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। এসময় গণঅধিকার পরিষদের সভাপতি নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ আহত ৭ নেতাকর্মী ও পুলিশ কর্মকর্তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।