spot_img

― Advertisement ―

spot_img

সাজিদ হত্যা মামলার তদন্তভার সিআইডি’কে হস্তান্তর

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ হত্যা মামলার তদন্তভার ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) এর নিকট হস্তান্তর করা হয়েছে।গত ৩ সেপ্টেম্বর...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবিতে দুর্গাপূজায় পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে সনাতন ধর্মাবলম্বীদের স্মারকলিপি

ইবিতে দুর্গাপূজায় পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে সনাতন ধর্মাবলম্বীদের স্মারকলিপি

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ শারদীয় দুর্গাপূজা চলাকালীন সময়ে বিভাগগুলোতে পরীক্ষা স্থগিত রাখা এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থায়ী মন্দির নির্মাণের জন্য পৃথক ভাবে দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা ও পূজা উদযাপন পরিষদ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপরে বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ড. অরবিন্দ সাহা এবং সাধারণ সম্পাদক পংকজ রায় স্বাক্ষরিত এক স্মারকলিপি উপাচার্যের নিকট প্রদান করেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

এতে বলা হয়, ক্যাম্পাসে স্থায়ী কোনো উপাসনালয় না থাকায় পূজা-পার্বণ ও অন্যান্য ধর্মীয় কার্যক্রম পালন করতে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে দ্রুত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থায়ী মন্দির নির্মাণের দাবি জানান তারা।

আরও পড়ুনঃ সাজিদ হত্যার বিচারসহ ক্যাম্পাস সংস্কারে ১৫ দাবি ইবি সংস্কার আন্দোলন’র

এর আগে গত ৭ সেপ্টেম্বর উপাচার্য বরাবর এক দরখাস্তের মাধ্যমে পূজার মধ্যে সেমিস্টার পরীক্ষা না নেওয়ার অনুরোধ জানান সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। এতে তারা উল্লেখ করেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব।

এ সময় পরীক্ষার কারণে শিক্ষার্থীরা পূজা উদযাপনে ব্যাহত হবে, পাশাপাশি ধর্মীয় সহনশীলতা ও সম্প্রীতি নষ্ট হতে পারে। তাই পূজার সময়সূচিতে পরীক্ষা না রাখার জন্য প্রশাসনের প্রতি আবেদন জানানো হয়।