spot_img

― Advertisement ―

spot_img

মানবিক সংগঠন ‘পরকাল’-এর বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত

শেখ মুহাম্মদ নজরুল ইসলাম, সাভার প্রতিনিধিঃ সাভারে মানবিক সংগঠন ‘পরকাল’-এর বর্ষপূর্তি উপলক্ষে এক ব্যতিক্রমী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৮ সেপ্টেম্বর) হাউজিং সোসাইটি মাঠ প্রাঙ্গণে...
প্রচ্ছদসারা বাংলামানবিক সংগঠন ‘পরকাল’-এর বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত

মানবিক সংগঠন ‘পরকাল’-এর বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত

শেখ মুহাম্মদ নজরুল ইসলাম, সাভার প্রতিনিধিঃ সাভারে মানবিক সংগঠন ‘পরকাল’-এর বর্ষপূর্তি উপলক্ষে এক ব্যতিক্রমী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) হাউজিং সোসাইটি মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে গত এক বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয় এবং নানা মানবিক কর্মকাণ্ড তুলে ধরা হয়।

বক্তারা জানান, গত এক বছরে সংগঠনটি ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, রোজাদারদের মাঝে ইফতার বিতরণ, ঈদুল ফিতরে গরীবদের ঈদ সামগ্রী বিতরণ, বন্যার্তদের ত্রাণ সহায়তা, ধর্ষণ প্রতিরোধে সামাজিক কর্মসূচি, প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন, জুলাই শহীদদের কবর জিয়ারত এবং কয়েক শতাধিক ব্যাগ রক্তদান কার্যক্রম সম্পন্ন করেছে। আগামীতে একটি উন্মুক্ত পাঠাগার প্রতিষ্ঠার ইচ্ছাও ব্যক্ত করেন আয়োজকরা। এছাড়া নিয়মিত রক্তদান কর্মসূচি ও একটি খেলার মাঠ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

সংগঠনের সদস্য সচিব জানান, গত এক বছরে প্রায় ১২ লক্ষাধিক টাকা মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে ব্যয় হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য দেন মুফতি আবু তাহের, রাজু আহমেদ, মঞ্জুরুল হক আকাশ প্রমুখ।

অতিথি আমিনুর রহমান মাদক থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে বলেন, এলাকায় অন্যায়-অবিচার, চুরি ও ডাকাতি রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মোঃ আল আমীন উন্মুক্ত পাঠাগারের জন্য তার স্কুল থেকে একটি কক্ষ ও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। হারুনুর রশীদ কোরআন-হাদিসের আলোকে মানবকল্যাণমূলক কাজের গুরুত্ব তুলে ধরে ফ্রি মেডিকেল টিম প্রদানের অঙ্গীকার করেন এবং লাইব্রেরির জন্য একশত বই দেওয়ার ঘোষণা দেন।

আরও পড়ুনঃ হুম্মাম কাদের চৌধুরীর আগমন উপলক্ষে সরফভাটায় প্রস্তুতি সভা

বর্ষীয়ান সমাজসেবক ইউসুফ সাহেব সংগঠনের ভূয়সী প্রশংসা করে বলেন, “জাতিসংঘ মিশনসহ বিভিন্ন দেশে কাজ করার অভিজ্ঞতা থেকেও আমি বলতে পারি, পরকাল সংগঠনের কর্মীদের আবেগ ও কর্মস্পৃহা সত্যিই প্রশংসনীয়।”

অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মুফতি নিজামুদ্দিন ও মুফতি নজরুল ইসলাম। পরে অতিথি ও সদস্যদের মাঝে বৃক্ষের চারা ও নাস্তা বিতরণ করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ নজরুল ইসলাম, এডভোকেট আলমগীর হোসেন, ইমাম হাসান, হাবীবুর রহমান, আলমাস হোসেন, রাশেদ চৌধুরী রুবেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।