spot_img

― Advertisement ―

spot_img

সাজিদ হত্যা মামলার তদন্তভার সিআইডি’কে হস্তান্তর

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ হত্যা মামলার তদন্তভার ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) এর নিকট হস্তান্তর করা হয়েছে।গত ৩ সেপ্টেম্বর...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবির আজিজ হলে লাইব্রেরি-রিডিং রুম উদ্বোধন

ইবির আজিজ হলে লাইব্রেরি-রিডিং রুম উদ্বোধন

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলে রিডিং রুম, লাইব্রেরি, ক্যান্টিন, মেডিসিন কর্ণার, ইনডোর প্লেয়িং রুম ও সেলুন উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এসব উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, হল প্রভোস্ট অধ্যাপক ড. এটিএম মিজানুর রহমান, আইআইইআর এর ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান, হলের হাউজ টিউটর অধ্যাপক সেলিম রেজাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী।

এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, সিনিয়ন যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, ইবি শিবিরের সভাপতি মাহমুদুল হাসান, সেক্রেটারি ইউসুব আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ-সমন্বয়ক ইয়াশিরুল কবির সৌরভ, তানভীর মন্ডল, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মাহমুদুল হাসানসহ অর্ধশতাধিক আবাসিক শিক্ষার্থী।

জানা যায়, শাহ আজিজুর রহমান হলে উন্নত মানের ইন্টারনেট সেবা চালু, প্রতিটি ব্লক ও ফ্লোরে পানির ফিল্টার স্থাপন, হলের সামনের অংশে সোডিয়াম লাইট স্থাপন, হল ডিবেটিং সোসাইটি ও খেলাধুলার জন্য আলাদা রুম বরাদ্দ, প্রতিটি ফ্লোরে ময়লার ঝুড়ি বসানো, শিক্ষার্থীদের জন্য এসি সুবিধাসহ আধুনিক রিডিং রুম, সিসিটিভি ক্যামেরা স্থাপন, মসজিদের জন্য বুকসেল্ফ, কারপেট ও প্রয়োজনীয় সামগ্রী এবং গণরুমে প্রশাসনিক নিয়ন্ত্রণ পূর্বক ফ্যান, টেবিল ও চৌকির সুবিধা প্রদান করেছে কর্তৃপক্ষ।

হল প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, “হলের এসব কাজের জন্য আমার ব্যক্তিগত অবদান নেই। শিক্ষার্থীদের বিভিন্ন সময়ের ফি’এর ১০০-১৫০টাকায় হলের শিক্ষার্থী সংশ্লিষ্ট কাজগুলো সম্পন্ন করা হয়েছে। আমি মনে করি একজন শিক্ষার্থীর হলে সুন্দরভাবে থাকা ও পড়াশোনার জন্য যেসব সুবিধার প্রয়োজন সকল সুবিধা বাস্তবায়নের পথে আমরা এগিয়েছি। এতে হলের শিক্ষার্থী, ছাত্রনেতা ও সাংবাদিকরা স্বতঃস্ফূর্ত পরামর্শ ও সাপোর্ট দিয়ে সহায়তা করেছেন। সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি মনে করি হলের সকল প্রয়োজন মেটাতে সক্ষম হয়েছি। পরবর্তী হল প্রভোস্টরা যারা দায়িত্বে আসবেন যথাযথ তদারকি করলেই এসব শিক্ষার্থীদের কল্যাণে আসবে।”

আরও পড়ুনঃ মানবিক সংগঠন ‘পরকাল’-এর বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত

উদ্বোধনের সময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “আজ সারাদিনের ক্লান্তি ভুলে আমি এখানে উপস্থিত হয়েছি শুধু এই ভেবে যে, ছাত্ররা পরিবর্তন চায়। আর এই পরিবর্তন আসবে পড়াশোনা ও জ্ঞানচর্চার মাধ্যমে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অঙ্গীকারবদ্ধ।”

তিনি আরও বলেন, “এই ক্যাম্পাসে আমি সবচেয়ে বেশি যা দেখি, তা হলো ঐক্য। এখানে কোনো বিশেষ পরিচয়ের ভেদাভেদ নেই। সবাই একসাথে উন্নয়নের জন্য কাজ করছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্ষেত্রে এই ঐক্য ও উন্নয়ন অব্যাহত থাকুক, সেটাই আমাদের প্রত্যাশা। এসময় বক্তব্য হলের রিডিং রুমের জন্য দুটি এসি বরাদ্দের মৌখিক আশ্বাসও দেন তিনি।

এদিকে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০০৩-০৪ শিক্ষাবর্ষের প্রাক্তন ছাত্র হারুন-অর-রশীদ লিমন রিডিং রুমের জন্য এসি কেনার টাকা দেন। এবং হলের মেডিসিন কর্ণারের জরুরি ওষুধ সরবরাহ করেন বেক্সিমকো ফার্মা। প্রতিবছর তারা একবার এসব জরুরি ওষুধ সরবরাহ করবেন বলে নিশ্চিত করেছেন।