spot_img

― Advertisement ―

spot_img

রাকসু নির্বাচনে শিবিরের চমক: নারী ও সংখ্যালঘু শিক্ষার্থীও প্যানেলে

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে অংশ নিচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ নামের এই প্যানেলে শিবির শুধু নিজেদের নেতাকর্মীদেরই...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসডাকসুর কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত, সিনেট সদস্যদের নাম ঘোষণা

ডাকসুর কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত, সিনেট সদস্যদের নাম ঘোষণা

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ৫ জন সিনেট সদস্যদের নাম ঘোষণা করা হয়।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে উপাচার্যের অফিসসংলগ্ন সভাকক্ষে এ সভা হয়।

সভায় ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদেক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মুহাম্মদ মহিউদ্দিন খানসহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা অংশ নেন। সভার সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

আরও পড়ুনঃ সীতাকুন্ডে হামলা-লুটপাট, ইয়াছিন বাহিনীর ভয়ে মানবেতর জীবনযাপন করছেন ব্যবসায়ী রাজু

কার্যনির্বাহী সভা শেষে প্রশাসনিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ডাকসুর জিএস এস এম ফরহাদ ডাকসু নেতাদের মধ্য থেকে নির্বাচিত সিনেট সদস্যদের নাম ঘোষণা করেন।

নির্বাচিতরা হলেন—ভিপি সাদেক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মুহাম্মদ মহিউদ্দিন, সদস্য সাবিকুন্নাহার তামান্না এবং পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ।