spot_img

― Advertisement ―

spot_img

ইবির জুলাই বিরোধীদের শাস্তি চায় বিএনপিপন্থী শিক্ষকবৃন্দ

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জুলাই অভ্যুত্থানবিরোধী ভূমিকায় থাকা ৩০ জন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত ও ৩৩জন ছাত্রলীগ নেতাকে বহিস্কারের সিদ্ধান্ত...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবিতে কেন্দ্রীয় নবীনবরণে থাকছেন ইউজিসি চেয়ারম্যান ও শিক্ষাবিদ সলিমুল্লাহ খান

ইবিতে কেন্দ্রীয় নবীনবরণে থাকছেন ইউজিসি চেয়ারম্যান ও শিক্ষাবিদ সলিমুল্লাহ খান

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ২০২৪-২০২৫ বর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের কেন্দ্রীয়ভাবে বরণ করে নিবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। আগামী ২০ ও ২১ সেপ্টেম্বর দুইদিন ব্যাপী ‘ফ্রেশার্স রিসিপশন ২০২৫’ নামে অনুষ্ঠিত হতে হবে।

অনুষ্ঠানে প্রথমদিন প্রধান অতিথি হিসেবে থাকবেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, সম্মানীয় অতিথি হিসেবে থাকবেন ইউজিসির সদস্য অধ্যাপক তানজীম উদ্দিন খান। এছাড়া দ্বিতীয় দিনে শিক্ষাবিদ ও দার্শনিক অধ্যাপক ড. সলিমুল্লাহ খান উপস্থিত থাকবেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ফ্রেশার্স রিসিপশন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি ও অধ্যাপক ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফীর সাথে সাংবাদিক ও ছাত্র সংগঠনগুলোর মতবিনিময়কালে এই তথ্য জানা যায়।

জানা যায়, প্রথম দিনে (২০ সেপ্টেম্বর) সামাজিক বিজ্ঞান অনুষদ, আইন অনুষ ও বিজ্ঞানভুক্ত তিন অনুষদের নবীনবরণ অনুষ্ঠিত হবে। পরদিন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ, কলা অনুষদ ও ব্যবসায় প্রশাসন অনুষদের নবীনদের বরণ করে নেওয়া হবে।

অনুষ্ঠানে ভর্তি পরীক্ষায় প্রতি ইউনিটে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হবে এবং সকল নবীনদেরকে বিশ্ববিদ্যালয়ের ‘কোড অব কন্ডাক্ট’, শিক্ষাসামগ্রী ফাইল ও কলম প্রদান করা হবে।

আরও পড়ুনঃ ছাত্রাবাসের সিট বরাদ্দ স্থগিত তবুও চলছে তদবিরে সিট বরাদ্দ

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।

ফ্রেশার্স রিসিপশন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি জানান, ‘আমাদের আয়োজন সম্পন্ন, আমরা চমৎকার একটা অনুষ্ঠান উপহার দিব। অনুষ্ঠানের সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠনদের আহব্বান জানান তিনি। অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করার জন্য ইতোমধ্যে ১ টি সেন্ট্রাল কমিটির অধীনে ৬ টি উপ-কমিটি গঠন করা হয়েছে।’