spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদসারা বাংলার‌্যাবের হাতে নালিতাবাড়ীর আলোচিত হত্যা মামলার আসামি আজিজুল

র‌্যাবের হাতে নালিতাবাড়ীর আলোচিত হত্যা মামলার আসামি আজিজুল

জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে আলোচিত তুলা মিয়া হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো. আজিজুল হক (৩৫) কে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন মাসকট প্লাজার সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প এবং র‌্যাব-১, সিপিসি-২, উত্তরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

পরে নিহতের পিতা মো. নুরুল হক নালিতাবাড়ী থানায় হত্যা মামলা (নম্বর-৩০, ধারা ৩০২/৩৪) দায়ের করেন। মামলার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন।

আরও পড়ুনঃ ইবিতে কেন্দ্রীয় নবীনবরণে থাকছেন ইউজিসি চেয়ারম্যান ও শিক্ষাবিদ সলিমুল্লাহ খান

গ্রেফতারকৃত আজিজুল হককে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৪ আগস্ট রাতে পূর্বের টাকা-পয়সার লেনদেন নিয়ে বিরোধের জেরে বন্ধু নাজমুল হকের (৩০) বাড়িতে ডেকে নিয়ে তুলা মিয়া (৩৭) কে ধারালো দা দিয়ে কুপিয়ে ও শ্বাসনালী কেটে হত্যা করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।