spot_img

― Advertisement ―

spot_img

কালীগঞ্জে জাতীয়তাবাদী কৃষক দলের নেতৃত্বে হায়দার আলী-নুর আল

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কালীগঞ্জ পৌরসভা শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মো. হায়দার...
প্রচ্ছদসারা বাংলানালিতাবাড়ীতে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৪

নালিতাবাড়ীতে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৪

জায়েদ মাহমুদ রিজন, নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে মাদক মামলাসহ একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় এক এএসআই, এক কনস্টেবল ও স্থানীয় এক বাসিন্দা আহত হন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন—এএসআই ওমর ফারুক, কনস্টেবল নাজমুল আহসান ও স্থানীয় বাসিন্দা শাহীন মিয়া। বর্তমানে তাঁদের নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক মামলার আসামি মাজম আলীর (৪০) বিরুদ্ধে ইয়াবাসহ একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে পুলিশ অভিযান চালায়। সে সময় মাজম আলীসহ কয়েকজন প্রতিবেশী মাদক লেনদেন করছিল। পুলিশ তাদের আটকাতে গেলে স্বজনরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

আরও পড়ুনঃ মহিপুরে ভুয়া ডাক্তারকে এক মাসের কারাদণ্ড

এ ঘটনায় রাতেই থানায় মামলা দায়ের করা হয়। পরে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন—হাবিবুর রহমান (৫৫), জোহরা বেগম (৪৫), রায়হান মিয়া (১৯) ও নুরুন্নাহার বেগম (৩৭)।

নালিতাবাড়ী থানার ওসি মো. সোহেল রানা বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা হয়েছে। ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যদের ধরতে অভিযান চলছে।”