
মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালীগঞ্জে সাংবাদিক জাকারিয়া আল মামুনের ওপর সংঘবদ্ধ সন্ত্রাসীদের হামলার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ।
গত ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় কালীগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ঢাকার ডাক পত্রিকার সাংবাদিক জাকারিয়া আল মামুনকে জামালপুর ইউনিয়নের সংঘবদ্ধ সন্ত্রাসীরা বর্বরোচিতভাবে হামলা চালায়। এতে গুরুতর আহত মামুনের স্ত্রী শান্তা ইসলাম বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেন।
এজাহারের ভিত্তিতে কালীগঞ্জ থানায় মামলা (নং-২৩) রুজু করা হয়। মামলাটি ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে পেনাল কোডের ৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৫০৬/৩৪/১১৪ ধারায় দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্বে আছেন কালীগঞ্জ থানার এসআই (নিঃ) আসলাম খান, পিপিএম।
এই মামলায় পুলিশ ১৬ সেপ্টেম্বর আসামি রিয়াদ (৩৫), পিতা-হারুন, সাং-জামালপুর, থানা-কালীগঞ্জ, জেলা-গাজীপুরকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।
হামলায় সাংবাদিক জাকারিয়া আল মামুন মারাত্মকভাবে আহত হন। বর্তমানে তিনি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার কানের পর্দা ফেটে গেছে বলে জানা গেছে।
আরও পড়ুনঃ নালিতাবাড়ীতে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৪
সাংবাদিক মামুনের ওপর এ হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন গাজীপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি ড. রিপন আনসারী ও সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলামিন দেওয়ান আল আবেদী, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুল হক (শিশির), বাংলাদেশ প্রেস ক্লাব কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ থানা প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ কাজী নোমান। তারা বাকি আসামিদের দ্রুত গ্রেফতার ও আদালতে প্রেরণের জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলাউদ্দিন বলেন, “গ্রেফতারকৃত আসামি রিয়াদকে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।”