
সায়মা আনান প্রমি, খুবি প্রতিনিধিঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকি সাজেক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে সাজেকে যাওয়ার পথে চান্দের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ শিক্ষার্থী, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
রিংকির বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে। স্থানীয়রা দুর্ঘটনার পর বিজিবি ও পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়।
এ মর্মান্তিক ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয় পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এসএম মাহবুবুর রহমান এক বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব দূরপাল্লার ট্যুর স্থগিত করার সিদ্ধান্ত জানান। একই সঙ্গে আরেক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুনঃ চরম শিক্ষক সংকটে ইবির সামাজিক বিজ্ঞান অনুষদ, নিয়োগের সুপারিশ
বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. নাজমুস সাদাত বলেন, “এ ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে মর্মাহত। বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার শোক ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বক্ষণিক খাগড়াছড়ি ও বান্দরবান সিভিল প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে।”
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা সেশনাল ট্যুরে বের হন। এ দলে ছিলেন ৩৮ জন শিক্ষার্থী, বিভাগের প্রধানসহ ৪ জন শিক্ষক ও ২ জন সাপোর্টিং স্টাফ।