spot_img

― Advertisement ―

spot_img

রায়পুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুট

রুবেল গাজী রায়পুর(লক্ষীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার চরপাতা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হোসেন ভূঁইয়া...
প্রচ্ছদসারা বাংলারায়পুরে মসজিদের গ্রীল কেটে চুরি, আতঙ্কে স্থানীয়রা

রায়পুরে মসজিদের গ্রীল কেটে চুরি, আতঙ্কে স্থানীয়রা

রুবেল গাজী রায়পুর(লক্ষীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে চরপাতা গাছির হাট জামে মসজিদে সংঘটিত হয়েছে চাঞ্চল্যকর চুরির ঘটনা। গভীর রাতে দুর্বৃত্তরা জানালার গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে মাইকের ব্যাটারি, সাউন্ড সিস্টেমের মেশিন, আইপিএসের ব্যাটারিসহ একাধিক মূল্যবান সরঞ্জাম নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় মুসল্লিদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায়, মসজিদের জানালার গ্রীল কেটে প্রবেশের সুস্পষ্ট চিহ্ন রয়েছে। ভেতরের আলমারিগুলো তছনছ অবস্থায় এবং বৈদ্যুতিক সরঞ্জামের তার ছেঁড়া অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

মুসল্লিরা অভিযোগ করেন, মসজিদের ভেতরে কোনো প্রকার নিরাপত্তা ব্যবস্থা না থাকায় চোরের দল সহজেই প্রবেশ করতে পেরেছে।

এক মুসল্লি নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা ফজরের নামাজ পড়তে এসে প্রথমে বিষয়টি লক্ষ্য করি। এরপর খুঁজে দেখি মাইকের ব্যাটারি ও আইপিএস নেই। এটি পরিকল্পিত চুরি বলে আমাদের ধারণা।”

আরেকজন বাসিন্দা জানান, “এটি শুধু সাধারণ চুরি নয়, মসজিদের পবিত্রতা নষ্ট করারও একটি অপচেষ্টা হতে পারে। কয়েক মাস আগে পাশের একটি মসজিদ থেকেও সাউন্ড সিস্টেম চুরি হয়েছিল।”

আরও পড়ুনঃ ইবি উপাচার্যের এক বছর, শিক্ষক সংকট নিরসনসহ দশ বিষয়ে শিক্ষার্থীদের মূল্যায়নে অকৃতকার্য ভিসি

রায়পুর থানার এক কর্মকর্তা বলেন, “এখন পর্যন্ত আনুষ্ঠানিক লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, সম্প্রতি এলাকায় ছোটখাটো চুরির ঘটনা বেড়ে গেছে এবং বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।

এলাকার একাধিক সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে রায়পুরের গ্রামীণ এলাকায় ধারাবাহিকভাবে চুরির ঘটনা ঘটছে। বিশেষ করে মসজিদ ও স্কুল-কলেজের মতো জনসম্পৃক্ত স্থাপনাগুলো দুর্বৃত্তদের টার্গেটে পরিণত হয়েছে। স্থানীয়রা নিরাপত্তার ঘাটতি, রাতে টহল পুলিশের অভাব এবং জনসচেতনতার অভাবকেই এসব ঘটনার জন্য দায়ী করছেন।