spot_img

― Advertisement ―

spot_img

কালীগঞ্জে জাতীয়তাবাদী কৃষক দলের নেতৃত্বে হায়দার আলী-নুর আল

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কালীগঞ্জ পৌরসভা শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মো. হায়দার...
প্রচ্ছদসারা বাংলাগাজীপুরে সাংবাদিক জাকারিয়ার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

গাজীপুরে সাংবাদিক জাকারিয়ার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালীগঞ্জে দৈনিক ঢাকার ডাক পত্রিকার প্রতিনিধি ও কালীগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জাকারিয়া আল মামুনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গাজীপুরে কর্মরত সাংবাদিক, গাজীপুর সিটি প্রেসক্লাব এবং এসএসসি ও এইচএসসি ০৮/১০ গাজীপুর বন্ধু মহলের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

সাংবাদিক, বন্ধু মহল ও সুশীল সমাজের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী মানববন্ধনে দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে স্লোগান দেওয়া হয়। গাজীপুর জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা এ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর সিটি প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল ওয়াহিদ রিংকু, বাংলাদেশ সমাচার প্রতিনিধি রেনু আক্তার, বন্ধু মহলের পক্ষ থেকে আজিজুর রহমান ও সুজনসহ অন্যান্য সাংবাদিকরা। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সরেজমিন বার্তার জেলা প্রতিনিধি হাফিজুর রহমান, চ্যানেল এ ওয়ান-এর সাংবাদিক আজিজুল, সাংবাদিক মান্নান, কবিরসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও বন্ধু মহলের সদস্যরা।

বক্তারা বলেন, গত ১১ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জামালপুর বাজারে শুভ মোটরসাইকেল দোকানের সামনে তথ্য সংগ্রহ শেষে থানা প্রেসক্লাবে ফেরার পথে সাংবাদিক জাকারিয়া আল মামুনের মোটরসাইকেলের গতি রোধ করে হামলা চালায় সন্ত্রাসীরা। তারা জানান, জামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও স্থানীয় মাদক সম্রাট মাহমুদুল, ফাহিমসহ একটি সংঘবদ্ধ গ্রুপ পূর্বপরিকল্পিতভাবে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুনঃ রায়পুরে মসজিদের গ্রীল কেটে চুরি, আতঙ্কে স্থানীয়রা

এদিকে, ঘটনার পর আহত সাংবাদিক জাকারিয়ার খোঁজখবর নিয়েছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন, জামায়াতে ইসলামী গাজীপুর জেলার নায়েবে আমির ও সংসদীয় আসনের প্রার্থী খায়রুল হাসান, হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী গাজী আতাউর রহমানসহ স্থানীয় বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দ এবং গাজীপুরের সাংবাদিক সমাজ। তারা সাংবাদিকের পাশে থাকার ঘোষণা দেন।

এ ঘটনায় গাজীপুর জেলা ও কালীগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সংগঠনগুলো নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছে।