
মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কালীগঞ্জ পৌরসভা শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মো. হায়দার আলী শেখ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. নুর আলম সরকার।
২১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল গাজীপুর জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মাহবুবুর রহমান ও সদস্য সচিব ফকির ইসকান্দার আলম জানু।
জানা গেছে, গত সোমবার (২২ সেপ্টেম্বর) এ কমিটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মো. ইলিয়াছ মিয়া। সহ-সভাপতি পদে রয়েছেন বেলায়েত হোসেন, কাজী আমির হোসেন, মো. নুর আলম ও রহিম উদ্দিন শেখ। যুগ্ম সম্পাদক হয়েছেন আরিফুল ইসলাম ও আশরাফুল আলম অরুণ, সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. বেলায়েত হোসেন ও মো. দুলাল মিয়া।
আরও রয়েছেন, সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল্লাহ খান, প্রচার সম্পাদক আবুল কাশেম, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর সিকদার, যোগাযোগ বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক রোকেয়া বেগম। এছাড়া সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন আতাউর রহমান, মারুফ দেওয়ান, মো. হারুন মিয়া ও মানিক মোল্লা।
আরও পড়ুনঃ গাজীপুরে সাংবাদিক জাকারিয়ার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
নবগঠিত কমিটির সভাপতি মো. হায়দার আলী শেখ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সুখী ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “আমরা তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করব। বাংলার জনগণের ঐক্যবদ্ধতাই বিএনপির মূল শক্তি, এই শক্তিই আগামীতে সুন্দর ও সুখী বাংলাদেশ গঠনে সবচেয়ে বড় অবদান রাখবে।”