spot_img

― Advertisement ―

spot_img

ইবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২ টায় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবিতে থিসিস শিক্ষার্থীদের এককালীন অর্থ সহায়তা দেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন

ইবিতে থিসিস শিক্ষার্থীদের এককালীন অর্থ সহায়তা দেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) পিএইচডি ও মাস্টার্স পর্যায়ের থিসিস শিক্ষার্থীদের এককালীন অর্থ সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর দায়িত্ব গ্রহণের বর্ষপূর্তিতে প্রশাসন ভবনের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ডিনস কমিটির সভাপতি অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশরাফী, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাজিমুদ্দিন, আইআইইআরের পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, আইএসি পরিচালক অধ্যাপক ড. নাসির উদ্দিন মিঝি, বিভিন্ন হলের প্রভোস্ট এবং বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিক সমিতি, প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “যেসব শিক্ষার্থী থিসিস করবে তাদের এককালীন বৃত্তি প্রদান করা হবে। গত বছর মাস্টার্স শিক্ষার্থীদের ফেলোশিপ বন্ধ করা হয়েছিল, তবে তা আবার চালু করা হয়েছে। পাশাপাশি শিক্ষকদের জন্য গবেষণা বাজেটও বাড়ানো হয়েছে।”

আরও পড়ুনঃ ইবির প্রক্টরের এক বছর মেয়াদ বৃদ্ধি

সভায় ভিসি গত এক বছরের সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, চীনের দুটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা চুক্তি সম্পাদন করা হয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তায় আবাসিক হলে এনটি-র‌্যাগিং কমিটি গঠন হচ্ছে এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য ন্যূনতম স্কলারশিপ চালুর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, নতুন অর্গানোগ্রামে প্রতিটি বিভাগে বাধ্যতামূলকভাবে ইংরেজি ও ইসলামিক স্টাডিজ কোর্স সংযুক্ত করা হবে। ইবিতে আইইএলটিএস ও টোফেল পরীক্ষার সেন্টার স্থাপন নিয়ে আলোচনা চলছে। আগামী বাজেটে আমেরিকান সেন্টারের আওতায় স্থাপন, কনফিউসাস কর্ণার প্রতিনিধিদের সফর এবং ২০২৬ সালের জানুয়ারিতে চাইনিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া কেন্দ্রীয় ল্যাবরেটরি ও আইসিটি সেলে শিক্ষার্থীদের পার্টটাইম কাজের সুযোগ সৃষ্টি, প্লাজিয়ারিজম সফটওয়্যার চালু, ইসলামী ব্যাংক ও অগ্রণী ব্যাংকের সহযোগিতায় অটোমেশন কার্যক্রম বাস্তবায়ন, শিক্ষার মানোন্নয়নে পাঁচটি নতুন সেন্টার প্রতিষ্ঠা এবং বাংলা বিভাগে ‘সেন্টার ফর নজরুল স্টাডিজ’ চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন উপাচার্য। একই সঙ্গে ইবি ল্যাবরেটরি স্কুল-কলেজের বাজেটজনিত জটিলতা দূর করতে আলাদা অর্গানোগ্রাম প্রণয়ন এবং ফ্যাকাল্টি ভিত্তিক টিচিং-লার্নিং অ্যাভালুয়েশন পদ্ধতি চালুর ঘোষণা দেন তিনি।