spot_img

― Advertisement ―

spot_img

ফুলবাড়ীতে এইচএসসি পরীক্ষায় একটি প্রতিষ্ঠানের শতভাগ ফেল

মোঃ বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে এ বছর অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফলে রাশেদ খান মেনন মহাবিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। প্রতিষ্ঠানটির...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনশিক্ষাফুলবাড়ীতে এইচএসসি পরীক্ষায় একটি প্রতিষ্ঠানের শতভাগ ফেল

ফুলবাড়ীতে এইচএসসি পরীক্ষায় একটি প্রতিষ্ঠানের শতভাগ ফেল

মোঃ বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে এ বছর অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফলে রাশেদ খান মেনন মহাবিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। প্রতিষ্ঠানটির ১২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই অকৃতকার্য হওয়ায় এলাকায় চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত ফলাফলে সবাই ফেল করেন। ফলে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও হতাশা নেমে এসেছে।

জানা যায়, ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় অবস্থিত রাশেদ খান মেনন মহাবিদ্যালয় থেকে এ বছর ১২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

রাশেদ খান মেনন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ফখরুল ইসলাম বলেন, “আমাদের কলেজ থেকে এ বছর ১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। নিয়মিত ক্লাস ও পাঠদান করা সত্ত্বেও কেউ পাস করতে না পারা খুবই হতাশাজনক। গত বছর ৭ জনের মধ্যে একজন পাস করেছিল। এবার অন্তত কয়েকজন পাস করবে বলে আশা করেছিলাম। খাতা পুনর্মূল্যায়নের আবেদন করা হবে।”

আরও পড়ুনঃ নালিতাবাড়ীতে টাইফয়েড টিকাদান কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান বলেন, “১২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই ফেল করেছে—এটা সত্যিই দুঃখজনক। বিষয়টি খতিয়ে দেখা হবে এবং কলেজ অধ্যক্ষের কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হবে।”

এমন ফলাফলে স্থানীয়দের মধ্যে প্রতিষ্ঠানটির পাঠদানের মান, শিক্ষকদের দায়িত্বশীলতা ও শিক্ষার্থীদের প্রস্তুতি নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে। অনেকের মতে, সঠিক একাডেমিক তত্ত্বাবধানের অভাব এবং শিক্ষার মানহীনতা এ অবস্থার জন্য দায়ী।