spot_img

― Advertisement ―

spot_img

নিষেধাজ্ঞা সত্ত্বেও বহিরাগতদের অবাধ প্রবেশঃ নিরাপত্তা শঙ্কায় শিক্ষার্থীরা

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ নিষেধাজ্ঞা সত্ত্বেও ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাধে বহিরাগতদের প্রবেশে নিরাপত্তা শঙ্কায় ভুগছেন শিক্ষার্থীরা। অভিযোগ রয়েছে এসব নিয়ন্ত্রণে প্রশাসন মাইকিং-বিজ্ঞপ্তিতেই দায় সারছেন।সরেজমিনে...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবিতে মোরাল প্যারেন্টিং'র বৃত্তি পেল ষাটের অধিক ইবি শিক্ষার্থী

ইবিতে মোরাল প্যারেন্টিং’র বৃত্তি পেল ষাটের অধিক ইবি শিক্ষার্থী

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) “With the Conviction to build a Moral society” এই প্রতিপাদ্য সামনে রেখে বৃত্তি উৎসবের আয়োজন করেছে সামাজিক, স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক সংগঠন মোরাল প্যারেন্টিং ট্রাস্ট ইবি শাখা। এতে ৬০ জনের অধিক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

রবিবার(১৯ অক্টোবর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল একাডেমিক ভবনে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনটির ক্যাম্পাস গার্ডিয়ান হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. ধনঞ্জয় কুমার, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ, সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার অধিকারী ও হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক জাফর আলী।

সংগঠনটির ক্যাম্পাস প্রতিনিধি মিশুক শাহরিয়ার বলেন, “মোরাল প্যারেন্টি ট্রাস্ট একটি সামাজিক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় এই সংগঠনটি অদম্য, অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা করে থাকে। এছাড়াও সংগঠনটি শিক্ষার্থীদের আত্মউন্নয়ন, ব্যক্তিগত দক্ষতাবৃদ্ধি নিয়ে কাজ করে।পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, চিকিৎসা পরামর্শ, নৈতিক সমাজ গঠন ও সুন্দর সমৃদ্ধ দেশ গঠনে মোরাল প্যারেন্টিং পরিবার কাজ করে যাচ্ছে।”

আরও পড়ুনঃ নতুন নেতৃত্বের জন্য জীবনবৃত্তান্ত নিচ্ছে ইবি ছাত্রদল: তরুণদের মধ্যে এগিয়ে যারা

ক্যাম্পাস গার্ডিয়ান অধ্যাপক ড. ধনঞ্জয় কুমার বলেন, “এসব অনুষ্ঠানে মোরাল চাইল্ডদের সর্বোচ্চ উপস্থিতি কামনা করছি, যারা আমাদেরকে বৃত্তি দিচ্ছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকবো এবং তাদের কমিটমেন্টের প্রতি শ্রদ্ধাশীল থাকবো। এই বৃত্তির অর্থ নিজেদের উন্নয়নের জন্য ব্যবহার করবো।”

উল্লেখ্য, সংগঠনটি বৃত্তি উৎসব, ফ্রি চিকিৎসা পরামর্শ, সাবলম্বী প্রজেক্ট, ১০০ বই পড়া উৎসব, বেসিক কম্পিউটার কোর্স, কম্পিউটার প্রোগ্রামিং, গবেষণা ও বিদেশে অধ্যয়ন ও আইএলটিএসসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।