spot_img

― Advertisement ―

spot_img

নালিতাবাড়ীতে কম মুনাফায় ওষুধ বিক্রিতে ফার্মেসি বন্ধ, সমিতির সিদ্ধান্তে সমালোচনার ঝড়

জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে কম মুনাফায় ওষুধ বিক্রির অভিযোগে স্থানীয় কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নির্দেশে “সততা ড্রাগ হাউজ” নামে এক ফার্মেসিকে...
প্রচ্ছদসারা বাংলানালিতাবাড়ীতে কম মুনাফায় ওষুধ বিক্রিতে ফার্মেসি বন্ধ, সমিতির সিদ্ধান্তে সমালোচনার ঝড়

নালিতাবাড়ীতে কম মুনাফায় ওষুধ বিক্রিতে ফার্মেসি বন্ধ, সমিতির সিদ্ধান্তে সমালোচনার ঝড়

জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে কম মুনাফায় ওষুধ বিক্রির অভিযোগে স্থানীয় কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নির্দেশে “সততা ড্রাগ হাউজ” নামে এক ফার্মেসিকে এক হাজার টাকা জরিমানা ও ছয় ঘণ্টার জন্য বন্ধ রাখার ঘটনা ঘটেছে।

সোমবার (২০ অক্টোবর) পৌর শহরের আড়াইআনী বাজার এলাকায় এ ঘটনা ঘটলে সমিতির এমন ক্ষমতা নিয়ে স্থানীয়দের মধ্যে শুরু হয় তীব্র সমালোচনা ও প্রশ্নবিদ্ধ আলোচনা।

সূত্র জানায়, প্রতিদিনের মতো ওই দিনও সততা ড্রাগ হাউজে ওষুধ বিক্রি চলছিল। এ সময় এক ক্রেতার কাছে পাইকারি দরে কম মুনাফায় ওষুধ বিক্রি করেন দোকানের মালিক মিজানুর রহমান। বিষয়টি কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কানে গেলে তারা দোকানে গিয়ে জরিমানা আদায় করে দোকান বন্ধ রাখার নির্দেশ দেন। তবে ঘটনার সময় কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন না।

সততা ড্রাগ হাউজের সত্ত্বাধিকারী মিজানুর রহমান বলেন, “একজন ব্যবসায়ী ক্রেতা ওষুধ নিতে আসলে আমি সমিতির নির্ধারিত দামের চেয়ে সামান্য কম দামে বিক্রি করি। এজন্য সমিতির পক্ষ থেকে আমার দোকান বন্ধ করে জরিমানা করা হয়েছে। অথচ আমি নিজেও সমিতির সদস্য।”

এ বিষয়ে জানতে চাইলে নালিতাবাড়ী উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আবু সিনা বলেন, “এ বিষয়ে জেলা কমিটির কাছ থেকে বিস্তারিত জেনে নিন। যা করা হয়েছে, তা সমিতির নিয়ম অনুযায়ীই করা হয়েছে।”

তবে শেরপুর জেলার ঔষধ তত্ত্বাবধায়ক জাহিদুল ইসলাম বলেন,
“কম বা বেশি মুনাফায় ওষুধ বিক্রি করা ব্যবসায়ীর ব্যক্তিগত বিষয়। এজন্য কোনো বেসরকারি সমিতিকে দোকান বন্ধ বা জরিমানা করার সরকারি ক্ষমতা দেওয়া হয়নি। কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নেই।”

আরও পড়ুনঃ শেরপুরে সিজারিয়ান অপারেশনের সময় অবহেলায় প্রসূতির মৃত্যু, এভারকেয়ার হাসপাতাল ঘেরাও

এদিকে, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি বলেন, “বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদকর্মীদের মাধ্যমে জানতে পেরেছি। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সচেতন মহল বলছে, “কম দামে ওষুধ বিক্রি করলে যেখানে সাধারণ মানুষ উপকৃত হয়, সেখানে উল্টো সমিতির জরিমানা অন্যায্য ও গ্রাহকবিরোধী পদক্ষেপ।”

ঘটনাটি এখন পুরো শেরপুর জেলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে, এবং অনেকে প্রশ্ন তুলছেন — একটি বেসরকারি সমিতি কীভাবে আইনের বাইরে গিয়ে এমন ক্ষমতা প্রয়োগ করতে পারে?