spot_img

― Advertisement ―

spot_img

নালিতাবাড়ীর আশ্রয়ণ প্রকল্পে তালাবদ্ধ ঘর, থাকছেন না বরাদ্দপ্রাপ্তরা

জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পে নির্মিত সরকারি ঘরগুলো বছরের পর বছর তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। বিশেষ করে উপজেলার...
প্রচ্ছদসারা বাংলানালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন

নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন

জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতে বরাদ্দকৃত অর্থ থেকে রবি মৌসুমে গম, সরিষা, শীতকালীন পেঁয়াজ ও মসুর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে নালিতাবাড়ী উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) জনাব মো. আনিসুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মশিউর রহমান।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে নালিতাবাড়ী উপজেলায় মোট ৩ হাজার ৪৪০ জন কৃষককে এ প্রণোদনা দেওয়া হবে। এর মধ্যে ৩ হাজার ২০০ জন কৃষক প্রত্যেকে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার পাবেন। এছাড়া ২০০ জন কৃষককে ২০ কেজি করে গমের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হবে।

আরও পড়ুনঃ ‘নৌকা ডুবির’ পর বিএনপিতে ভিড়, চার বছর পর রাজশাহী বিএনপিতে নতুন নেতৃত্ব ঘোষণা

তদুপরি ৩০ জন কৃষককে ১ কেজি করে পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার এবং ১০ জন কৃষককে ৫ কেজি করে মসুর বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার দেওয়া হবে।

কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বিনামূল্যে বীজ ও সার পেয়ে আসন্ন মৌসুমে আরও বেশি ফলন এবং উৎপাদন বৃদ্ধিতে উৎসাহিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।