spot_img

― Advertisement ―

spot_img

ফরিদপুর সদরপুরে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি গ্রেফতার

মোঃ রিয়াজ শেখ, ফরিদপুর (জেলা) প্রতিনিধিঃ ফরিদপুর জেলার সদরপুর থানার পুলিশের অভিযানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ওবায়দুর মোল্যা (৩০) গ্রেফতার হয়েছেন। দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার...
প্রচ্ছদসারা বাংলাদাবদাহে ফরিদপুরে পুলিশের বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ

দাবদাহে ফরিদপুরে পুলিশের বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ

প্রচন্ড দাবদাহে দেশজুড়ে জনজীবন যখন অতিষ্ঠ হয়ে উঠেছে ঠিক তার মাঝেই জেলা পুলিশের উদ্যোগে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করেন পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, পিপিএম, ফরিদপুর ।

মঙ্গলবার ৩০ এপ্রিল জেলা পুলিশ, ফরিদপুরের পক্ষ থেকে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

জেলা পুলিশের অভিভাবক জনাব মোহাম্মদ মোর্শেদ আলম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর মহোদয় এই কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় তিনি অসহায় মানুষদের মাঝে বিশুদ্ধ খাবার পানি, খাবার স্যালাইন ও গামছা বিতরণ করেন। এসময় তিনি সবার উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।

আরও পড়ুনঃ ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি ষড়যন্ত্র করে সফল হতে পারবে না: হিরো

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), ফরিদপুর; জনাব মো: সালাউদ্দিন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুর; জনাব সৈয়দ হাসানুল কবির, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, ফরিদপুর; জনাব মো: হাসানুজ্জামান, অফিসার ইনচার্জ, কোতয়ালী থানা, ফরিদপুরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।