spot_img

― Advertisement ―

spot_img

গবিসাস কার্যালয়ে হামলা ও হুমকির ঘটনায় তদন্ত কমিটি গঠন

আসাদুর রহমান বিজয়, গবি প্রতিনিধিঃ সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস) কার্যালয়ে হামলার চেষ্টা ও তালা ঝুলিয়ে দেয়ার হুমকির ঘটনায় ৬ সদস্য বিশিষ্ট তদন্ত...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসগবির আইন বিভাগের ল ডিবেটিং ক্লাব এর যাত্রা

গবির আইন বিভাগের ল ডিবেটিং ক্লাব এর যাত্রা

সাভারের গণ বিশ্ববিদ্যালয় আইন বিভাগে ডিবেটিং ক্লাব উদ্ভোধনের মধ্যে দিয়ে যাত্রা হলো ল ডিবেটিং ক্লাব নামে নতুন একটি সংগঠনের।

বুধবার (৮মে) বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১৫নং মুটকোর্ট রুমে ল ডিবেটিং ক্লাব এর উদ্ভোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড.পারভেজ আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রাক্তন জেলা জজ মো রফিকুল আলম। এছাড়া বিভাগের অনন্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ গবিতে তারিখ ছাড়াই সমাবর্তনের নিবন্ধন, শিক্ষার্থীদের অসন্তোষ 

প্রধান অতিথির বক্তব্যে প্রক্টরিয়াল বডির প্রধান রফিকুল আলম বলেন, ‘আইনের শিক্ষার্থীদের জন্য ডিবেট ক্লাব খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের বলেন তোমরা বিশ্ববিদ্যালয়ের দেওয়া নিদর্শনা মেনে চলবে। বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড নিয়ে ক্যাম্পাসে আসবে।কোনরকম খারাপ কাজের সহিত জড়িত থাকবে না’

অনুষ্ঠানের সভাপতি এবং আইন বিভাগের প্রধান অধ্যাপক পারভেজ আহমেদ বলেন, ‘আইনের শিক্ষার্থীদের জন্য সুন্দর ভাবে কথা গুছিয়ে উপস্থাপন করা অপরিহার্য। শুধু পড়াশোনা করেই আইন থেকে ভালোকিছু করা সম্ভব না পাশাপাশি নিজেকে স্মার্ট আইনজীবী হিসাবে গড়ে তুলতে ডিবেটিং ক্লাব শিক্ষার্থীদের উপকারে আসবে। ডিবেট ক্লাব এর মধ্যে দিয়ে যারা ভালো করবে ভবিষ্যতে তাদেরকে নিয়ে বড় ধরনের পরিকল্পনা নেওয়া হবে। আরও বলেন যারা আইনের ডিবেট ক্লাবে থাকবে তারা ভবিষ্যতে আর পাঁচজনের থেকে নিজেদের আলাদা ভাবে তুলে ধরতে পারবে।’

অনুষ্ঠানের এক পর্যায়ে ডিবেট ক্লাবের প্রধান সমন্বয়ক হিসাবে প্রভাষক তাসনুভা রশিদের নাম ঘোষণা করা হয় এবং সহোযোগি সমন্বয়ক হিসাবে থাকবেন প্রভাষক কাউছার। ক্লাবের সার্বিক তত্বাবধানে থাকেবন বিভাগীয় প্রধান ড.অধ্যাপক পারভেজ আহমেদ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে যেসব শিক্ষর্থী ল”ডিবেট ক্লাবে অংশ নিয়েছে তাদের সবাইকে নিদিষ্ট টপিক এর উপর ৩ মিনিট কথা বলার জন্য সুযোগ দেওয়া হয়। এরই মধ্যো দিয়ে গবির আইন বিভাগের ডিবেট ক্লাব এর দ্বার উন্মোচিত হয়।