spot_img

― Advertisement ―

spot_img

রামগঞ্জে দৈনিক “আমার দেশ” না আসায় পাঠকদের হতাশা

মো. মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধি: দীর্ঘ প্রায় এক যুগ পর বহুল প্রতীক্ষিত জনপ্রিয় পত্রিকা "দৈনিক আমার দেশ" প্রকাশিত হলেও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইন্ডাস্ট্রিয়াল ট্যুরে ভেটেরিনারি অনুষদের ইন্টার্ণ শিক্ষার্থীরা

ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে ভেটেরিনারি অনুষদের ইন্টার্ণ শিক্ষার্থীরা

গবি প্রতিনিধি: তত্বীয় জ্ঞানের বাস্তব অভিজ্ঞতা নিতে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ইন্টার্ণ (৭ম ব্যাচ) শিক্ষার্থীরা ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে বাংলাদেশের সনামধন্য একমি ল্যাবরেটরিজ লিমিটেড সফর করেছে।

সোমবার (১৩ মে) ভেটেরিনারি অনুষদের তত্ত্বাবধানে ও একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সহযোগিতায় একাডেমিক-ইন্ডাস্ট্রি কোলাবোরেশন স্থাপনের নিমিত্তে এই শিক্ষা সফর অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খান, সিনিয়র প্রভাষক ডা. রোকেয়া আহমেদ, প্রভাষক ডা. শামসুর রহমান ও একমি ল্যাবরেটরিজ লিমিটেডের জেনারেল ম্যানেজার জহুরুল হোসেন।

আরও পড়ুনঃ গবিতে শিক্ষকের সাথে বাজে আচরণ, শিক্ষার্থীদের মানববন্ধন

ভেটেরিনারি অনুষদের ইন্টার্ণ শিক্ষার্থী এস. এম. ফুজায়েল বলেন, সর্বপ্রথম একমি কে ধন্যবাদ জানাই আমাদেরকে ইন্ডাস্ট্রি ঘুরে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। একমি সম্পর্কে নতুন করে জেনেছি আজকে। নতুন সব ইকুয়েপমেন্ট দেখার সুযোগ হয়েছে এবং স্বচক্ষে মেডিসিন প্রসেসিং গুলো দেখতে পেরেছি। তত্ত্বীয় জ্ঞানের পাশাপাশি হাতেকলমে শেখার সুযোগ হয়েছে, যা অত্যন্ত ফলপ্রসূ ও ভবিষ্যতে যার যার কর্মক্ষেত্রে নিজেকে যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করবে বলে আমি আশাবাদী।

প্রভাষক ডা. রোকেয়া আহমেদ একমি ল্যাবলেটরিজকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, শিক্ষনীয় এই সফর সুন্দর ভাবে সম্পন্ন করতে পেরে খুবই ভালো লাগছে। যা শুধু তাদের আজকে নয় পরবর্তীতে কর্মজীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অনুষদের ডিন ও ইন্টার্নশিপ প্রোগ্রামের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খান বলেন, তত্বীয় যা শেখানো হয় তার বাস্তব প্রয়োগ দেখার জন্য আমাদের আজকের এই আয়োজন। এতে তত্বীয় জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পাবে।।

সেই সাথে তিনি একমি ল্যাবরেটরিজ লিমিটেডে উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং একমির সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।