spot_img

― Advertisement ―

spot_img

সাভারে দূর্ধর্ষ সন্ত্রাসী আনোয়ার হোসেন র‍্যাবের হাতে গ্রেফতার

মোঃ আসিফুজ্জামান আসিফ, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ সাভারে র‌্যাব-৪ এর অভিযানে ধরা পড়েছে দূর্ধর্ষ সন্ত্রাসী আশুলিয়া থানা শ্রমিকলীগের সহ-সভাপতি ও একাধিক মামলার আসামি আনোয়ার হোসেন...
প্রচ্ছদরাজধানীযাত্রাবাড়ী থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাত চক্রের মূলহোতা গ্রেফতার

যাত্রাবাড়ী থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাত চক্রের মূলহোতা গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত চক্রের মূলহোতা রাকিবসহ ১১ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

গতকাল ২৩ মে রাতে র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় একটি আবাসিক হোটেল এর ছাদের উপর কতিপয় ডাকাত দলের সদস্য ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করছে।

পরবর্তীতে র‍্যাবের উক্ত আভিযানিক দল ঘটনাস্থলে পৌছালে দেখতে পায় ১১ জন যুবক সমবেত হয়ে সন্দেহজনক অবস্থায় শলাপরামর্শ করছে।

আরও পড়ুনঃ সাভারে ৫০০ পিচ ইয়াবা সহ আটক ২

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত ডাকাত দলের সদস্যরা সেখান থেকে দ্রুত পালানোর চেষ্টা করলে র‍্যাবের আভিযানিক দল ডাকাত চক্রের মূলহোতা মোঃ রাকিব হোসেনসহ (২০) ১১ জনকে গ্রেফতার করে র‍্যাব। এসময় তাদের থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত অন্যান্য ব্যক্তিরা হলেন মোঃ ইয়াছিন (২০), মোঃ সজিব (২৮), মোঃ রায়হান ওরফে হৃদয় (২৮), আকাশ মাঝি (১৯), মোঃ সজিব (১৯), রাব্বি হোসেন (২৬), মোস্তাকিম (২৮), মোঃ রাহাদ (২৭), শান্ত আহমেদ (২৫), মোঃ আলী (২৫)। এসময় তাদের নিকট হতে ডাকাতির উদ্দেশ্যে হেফাজতে রাখা ০১ টি ছোরা, ০১ টি রামদা, ০১টি হাসুয়া, ০২টি হাতলযুক্ত লম্বা ছুরি উদ্ধার করা হয়।