spot_img

― Advertisement ―

spot_img

সাভারে দূর্ধর্ষ সন্ত্রাসী আনোয়ার হোসেন র‍্যাবের হাতে গ্রেফতার

মোঃ আসিফুজ্জামান আসিফ, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ সাভারে র‌্যাব-৪ এর অভিযানে ধরা পড়েছে দূর্ধর্ষ সন্ত্রাসী আশুলিয়া থানা শ্রমিকলীগের সহ-সভাপতি ও একাধিক মামলার আসামি আনোয়ার হোসেন...
প্রচ্ছদরাজনীতিআজিজ-বেনজীরকে কেন গ্রেফতার করা হচ্ছে না: মান্নার প্রশ্ন

আজিজ-বেনজীরকে কেন গ্রেফতার করা হচ্ছে না: মান্নার প্রশ্ন

মোঃ আসিফুজ্জামান আসিফ,সিনিয়র ষ্টাফ রিপোর্টারঃ সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে এখনো কেন গ্রেফতার করা হচ্ছে না এই নিয়ে প্রশ্ন তুলেছেন মাহমুদুর রহমান মান্না।

বুধবার (২৯মে) দুপুরে এক সমাবেশে নাগরিক ঐক্যের আহ্বায়ক এই প্রশ্ন তোলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে বিএনপি যদি একটা সভা বিকেলে ডাকে অফিসের সামনে হাজার হাজার মানুষ সয়লাব হয়ে যায়। এরকম মুক্তির দাবিতে পারলে প্রতিদিন বিভিন্ন জায়গায় সমাবেশ করেন, মানববন্ধন করেন। মানুষের মুক্তির দাবিতে এই দুষ্কৃতিকারীদের বিচারের দাবিতে, কেন এখন পর্যন্ত আজিজ (আজিজ আহমেদ) কিংবা বেনজীরকে (বেনজীর আহমেদ) গ্রেফতার করা হয়নি এবং তাদের নামে মামলা দেওয়া হয়নি, সেই ব্যাপারে দাবি তুলতে রাজপথে নামেন।’

আরও পড়ুনঃ গণমাধ্যম সরকারের চোখ,অপসাংবাদিকতা করলে ছাড় দেয়া হবে না: তথ্য প্রতিমন্ত্রী

মান্না বলেন, ‘বেশিদিন নাই। ওইখানে জাতিসংঘের প্রতিনিধি রোজারি বলেছেন, তার কাছে অভিযোগ করা হয়েছে… তোমরা পিসকোরে বাংলাদেশ ও শ্রীলংকা থেকে যে আর্মি-পুলিশ ও অন্যান্য অফিসারদের নিয়ে এসো… তাদের চাকরি দিচ্ছো… এরা তো নিজের দেশে মানবতাবিরোধী অপরাধ করেছে।’

নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, ‘এই যে একজন মানুষ মারা গেল না কে যেন বললেন, এখন আর আওয়ামী লীগকে খোঁজা হচ্ছে না, এদের বটি বটি দেহের টুকরা খোঁজা হচ্ছে। কত হৃদয় বিদারক বিষয়… আমার দেশের মানুষ তো, ওকে আমি বলব না। এমপি… খুব বড় বড় করে বলে, তিনবারের এমপি… তিনবারই ভোট ডাকাতি করেছে… এরা ডাকাতের সর্দার। বলে খুব জনপ্রিয় মানুষ। তো এত জনপ্রিয় হলে সুষ্ঠু ভোট দেন… তারপরে জনপ্রিয়তা মাপা যাবে।’

জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ এর উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহানগর দক্ষিনের সদস্য ইশরাক হোসেনসহ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে সমাবেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মনজু, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, নির্বাহী কমিটির সদস্য অর্পনা রায় ও মাওলানা শাহ নেছারুল হক বক্তব্য দেন।