spot_img

― Advertisement ―

spot_img

শাজাহানপুরে জামায়াত মনোনীত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা

মহিউছ ছাইয়েদ, নিজস্ব প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেছে।সোমবার (২৫ আগস্ট) সকাল...
প্রচ্ছদসারা বাংলাদূর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকি, নিরাপত্তা চেয়ে থানায় জিডি

দূর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকি, নিরাপত্তা চেয়ে থানায় জিডি

মহিউছ ছাইয়েদ, নিজস্ব প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা উপজেলা খাদ্য গুদামে সরকারি ধার ক্রয়ে অনিয়মের সংবাদ পত্রিকায় প্রকাশ করায় ক্ষীপ্ত হয়ে সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছেন ধানক্রয় সিন্ডিকেটের হোতারা। দৈনিক মানজমিনের ভাম্যমাণ প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র নির্বাহী সদস্য প্রতীক ওমরকে মোবাইল ফোনে সোনাতলা উপজেলা চাউল কল মালিক সমিতির সাধারন সম্পাদক ও সোনাতলা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমের ভাই আবুল কালাম আজাদ পুটু তাকে হত্যার হুমকি দেন।

হত্যার হুমকির প্রেক্ষিতে সাংবাদিক প্রতীক ওমর বগুড়া সদর থানায় হুমকিদাতা আবুল কালাম আজাদ পুটুর বিরুদ্ধে আজ (শুক্রবার)সাধারন ডায়েরী করেছেন। ডায়েরী নং ১৭০৬।

ডায়েরী প্রতীক ওমর উল্লেখ করেন, “আমি দৈনিক মানবজমিন পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধি হিসেবে কর্মরত আছি। আমি গত ইং-১৫/০৬/২০২৪ তারিখে দৈনিক মানবজমিন পত্রিকায় “তালিকা তৈরিতে জালিয়াতি, গুদাম ভরাচ্ছে সিন্ডিকেট, জানেন না কৃষক” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করি।

বিবাদী সোনাতলার মৃত আঃ সাত্তারের ছেলে মোঃ আবুল কালাম আজাদ পুঁটু (৬০) উক্ত সংবাদে উল্লেখিত সিন্ডিকেটের অন্যতম সদস্য। ইহাতে উপরোক্ত বিবাদী আমার উপর ক্ষিপ্ত হইয়া ইং-১৫/০৬/২০২৪ তারিখ সন্ধ্যা ০৬.২৩ ঘটিকার সময় সাতমাথাস্থ বিআরটিসি মার্কেটের সামনে অবস্থান কালে মোবাইল নং-০১৭১২-৪৪১৬১৬ হইতে আমার ব্যবহৃত মোবাইল নং-০১৭১৭-৮৫২৬৮২ তে কল করিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমাকে খুন জখম করার হুমকী দেয়। আমি একজন সংবাদকর্মী।

আরও পড়ুনঃ আওয়ামী লীগের গৌরবোজ্জ্বল প্লাটিনাম জয়ন্তী

সংবাদ সংগ্রহের জন্য জেলার বিভিন্ন স্থানে গমন করিতে হয়। উপরোক্ত বিবাদী যে কোন সময় আমাকে খুন জখমসহ আমার বড় ধরনের ক্ষতি করিতে পারে। বিবাদীর হুমকীর কারণে বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগিতেছি।”

সাংবাদিক প্রতীক ওমরকে হত্যার হুমকির ঘটনায় সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাস ও সাধারন সম্পাদক এস এম আবু সাঈদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। নেতৃদ্বয় অবিলম্বে হুমকিদাতা আবুল কালাম আজাদ পুটুকে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবী জানিয়েছেন।

এছাড়া বাংলাদেশ জার্নালিষ্ট ফোরামের (বিজেএফ) সভাপতি হাবিবুর রহমান আকন্দ ও মহাসচিব মোস্তফা মোঘল এক বিবৃতিতে সাংবাদিক প্রতীক ওমরকে পেশাগত কাজে বাধা প্রদান ও হত্যার হুমকিদাতা চাউল কল মালিক সমিতির নেতা পুটুকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন।