সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধিঃ “শত সংগ্রামে অজস্র গৌরবে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ রায়পুরার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পালন করা হয়েছে। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে দলের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ, বণার্ঢ্য র্যালী আলোচনা সভা, কেক কাটা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের আয়োজনে রায়পুরা উপজেলা বিজ্ঞান প্রযুক্তি বিষয় সম্পাদক সেলিম মিয়া সঞ্চালনায় ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এড.ইউনূছ আলী ভূইয়ার এর সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর গুরুত্ব ও তাৎপর্য উল্লেখ করে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন নরসিংদী-৫ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ত্রী অন্যতম সদস্য সাবেক ডাক টেলি যোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মাহমুদুর রহমান শাহিন,উপজেলা যুবলীগের সভাপতি আলমগীর ও সাধারণ সম্পাদক মিলন মাস্টার, উপজেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি ও অলিপুরা ইউনিয়নের চেয়ারম্যান আল আমিন ভূইয়া মাসুদ, সাধারণ সম্পাদক ও শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল,উপজেলা আ.লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঞ্জুর এলাহী।
আরও পড়ুনঃ সাংবাদিক অপহরণ মামলায় কাউছার মুন্সি সহ দুজনকে দুদিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ
আরও ছিলেন, রায়পুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ,মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ হোসেন ভূঁইয়া, এড.হালিম খন্দকার, বাবু প্রদীপ কুমার বিশ্বাস,পৌরসভার সভাপতি রাতুল চৌধুরী ও সাধারণ সম্পাদক মোমেন আহম্মেদ জয়,উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুল হক চৌধুরীর শাকিল, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান তুহিন, সিরিয়ার সহ সভাপতি আল আমিন প্রমূখ।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,রাজিউদ্দিন আহমেদ রাজুর এমপি সুযোগ্য সন্তান রায়পুরা উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ।
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।