spot_img

― Advertisement ―

spot_img

রামগঞ্জে দৈনিক “আমার দেশ” না আসায় পাঠকদের হতাশা

মো. মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধি: দীর্ঘ প্রায় এক যুগ পর বহুল প্রতীক্ষিত জনপ্রিয় পত্রিকা "দৈনিক আমার দেশ" প্রকাশিত হলেও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়...
প্রচ্ছদসারা বাংলানবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজট, হবে দীর্ঘ

নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজট, হবে দীর্ঘ

ঢাকার সাভারে নবীনগর-চন্দ্রা মহাসড়কে সংস্কার কাজ চলমান থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সড়কের সাভারমুখী লেনে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে দেখা যায়, সড়কটির ইপিজেড থেকে নবীনগর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটারজুড়ে যানবাহন আটকে আছে। কিছুক্ষণ পরপর ধীরগতিতে গাড়ি আগাচ্ছে।

সাভার পরিবহনের যাত্রী আয়নাল হক বলেন, ‘সকাল ১১টার দিকে জরুরি কাজে বাসে সাভারের উদ্দেশে রওনা হই, কিন্তু বাইপাইল থেকে মাত্র এক কিলোমিটার পথ আসতেই প্রায় এক ঘণ্টা সময় লেগেছ। তার ওপর অতিরিক্ত গরমে যাত্রীদের অবস্থা নাজুক। পরে জানতে পারি সংস্কার কাজের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।’

নবীনগর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) আতিকুল ইসলাম জানান, গত দুই তিন দিন ধরে সড়ক সংস্কার কাজের জন্য এদিকের সড়কে মাঝেমধ্যে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ নবীনগর এলাকায় সড়ক আটকে রেখে সংস্কার কাজ করায় গাড়ির চাপ অনেক বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, ‘অতিরিক্ত যানবাহন সামাল দিতে আমাদের ট্রাফিক পুলিশদের হিমসিম খেতে হচ্ছে।’

মানিকগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নয়ারহাট শাখার উপ-সহকারী প্রকৌশলী দেবাশীষ সাহা বলেন, ‘নবীনগর-চন্দ্রা মহাসড়কে পাথর বিছিয়ে সড়ক সংস্কার করা হচ্ছে। এ সময় সড়কের একাংশ বন্ধ করে কাজ করায় গাড়ির চাপ বৃদ্ধি পেয়েছে, কিন্তু যানবাহন বন্ধ না করলে সড়কে ফেলা পাথর উঠে যাবে।’ প্রায় মাসব্যাপী ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে সংস্কার কাজ চলবে বলেও জানান তিনি।