মোঃ রিয়াজ শেখ, ফরিদপুর (জেলা) প্রতিনিধিঃ ৩বছরের ছোট মেয়ে আমায়া ইসলাম, এখনো স্কুলের গন্ডিতে পা দেন নি।গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়, থাকেন ঢাকায়। এই বয়সেই সুকুমার রায়ের সৎপাত্র কবিতাটি সম্পূর্ণ আবৃত্তি করে ভাইরাল। তার আবৃত্তি এবং বাচনভঙ্গি সবার নজর কারে।
ভারতের পশ্চিম বঙ্গে তার আবৃত্তি নিয়ে তোলপার শুরু হয়ে গেছে। সামাজিক উন্নয়ন মূলক প্রতিষ্ঠান বিডি চাইল্ড ট্যালেন্ট প্লাটফর্মে তার ভিডিওটি ছাড়ার পর থেকে এখন পযন্ত ১৯ লক্ষের বেশি মানুষের মন জয় করে নিয়েছে।
কবিতাটি বিডি চাইল্ড ট্যালেন্ট টিম তার বড় ভাই জাতীয় পুরস্কার প্রাপ্ত শেহমানকে নিয়ে কাজ করতে গিয়ে ওর ছোট বোনের আবৃত্তি রেকর্ড করেন।
ভিডিওটিতে দেখা যায় বেশিরভাগ কমেন্টই মহিলাদের এবং তাদের প্রশ্ন কিভাবে এতো ছোট বয়সে এতো বড় কবিতা আবৃত্তি করলো।
আরও পড়ুনঃ ফুলবাড়ীতে ৩দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন
সুকুমার রায় বড় হয়ে ডাক্তার হতে চায়। কিন্তু এই কবিতা আবৃত্তি ওর আম্মু শিখিয়েছেন। ও মূলত ওর বড় ভাইয়ের দেখাদেখি এগুলা করে। এবং বড় ভাইয়ের সাথেই গান আবৃত্তি এগুলো নিয়ে ব্যস্ত থাকেন। কিছুদিন আগে বন্যার্তদের নিয়ে গান করে ভাইরাল হওয়া শিশু শিল্পী শেহমান ইসলাম এর ছোট বোন।
শেহমান ইসলাম তার ছোট বোনকে নিয়ে বলেন, ‘আমার অনেক ভালো লাগছে যে আমার পরে আমার বোন ভাইরাল হয়েছে। আপনরা সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ আমরা যেন ভবিষ্যতে আরো ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি।