spot_img

― Advertisement ―

spot_img

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কুবিতে মশাল মিছিল

কুবি প্রতিনিধি: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন ‘উত্তরবঙ্গ...
প্রচ্ছদসারা বাংলারাসূল (সাঃ) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

রাসূল (সাঃ) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

জায়েদ মাহমুদ রিজন,নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধিঃ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় মুসলিম জনতা।

গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর)  বাদ জুমা হিলফুল ফুজুল সংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অন্যান্যের মাঝে হিলফুল ফুজুল সংগঠনের সভাপতি মুফতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক হাফেজ সাব্বির রহমান উসমানী, মধ্য বাজার জামে মসজিদের ইমাম মুফতি উসমান গণি,শাহী জামে মসজিদের ইমাম মুফতি মুহাম্মদ আলী নাজিরপুরী, মধ্য বাজার রাহমানিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ ইসমাইল হোসেন, নূর মসজিদের ইমাম মাওলানা আরিফুর রহমান, মানব কল্যাণ সংস্থা ইনসাফ চেয়ারম্যান হাবীবুল্লাহ পাহাড়িসহ কয়েক শতাধিক তওহীদী জনতা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ জবিতে শহিদ সাজিদ পাবলিক স্পিকিং প্রতিযোগিতার আয়োজন

এর আগে জুমার নামাজ আদায় শেষে মাওলানা মাহদী হাসান সিদ্দিকী ও হিলফুল ফুজুল সংগঠনের পৃথক দুটি বিক্ষোভ মিছিল শহরে প্রবেশ করে। পরে মিছিল দুটি একত্রে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গেইটের সামনে এসে শেষ হয়।