সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধিঃ
সকলে মিলে ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি ষড়যন্ত্র করে সফল হতে পারবে না বলে মন্তব্য করেছেন বীর প্রতীক, নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম হিরো এমপি।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সুবর্ণ গ্রাম অ্যামিউজমেন্ট পার্কে নরসিংদী জেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগে শেখ হাসিনা ছাড়া আর কেউ অপরিহার্য নয়। তাই ‘চাওয়া-পাওয়ার’ হিসাব বাদ দিয়ে সব নেতাকর্মীকে এক হয়ে কাজ করতে হবে। নিজের স্বার্থ না দেখে দেশ-জাতি ও দলের স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা সবাই আওয়ামী লীগের কর্মী। আমাদের নেতা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিন। অতীতের সব কলহ ভুলে গিয়ে আওয়ামী পরিবারে সন্তান হিসেবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। উন্নয়ন অগ্রগতির ধারাকে অক্ষুণ্ন রাখতে এক সঙ্গে কাজ করতে হবে। আমাদের চাওয়া-পাওয়া একটাই শেখ হাসিনার আলোকিত বাংলাদেশকে সমুজ্জ্বল রাখা। সকল ষড়যন্ত্র মোকাবিলায় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।
ঐক্যের কোনো বিকল্প নেই। আমাদেরকে এক ও অভিন্ন থাকতে হবে। আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা নয়। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কোনো অপশক্তি পরাজিত করতে পারবে না।
জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ভূঁইয়া, মোন্তাজ উদ্দিন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোতালিব পাঠান।
সাবেক ছাত্রনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, আসাদুজ্জামান খোকা, রঞ্জন কুমার সাহা, এস এম কাইয়ুম, আলহাজ্ব আশরাফ হোসেন সরকার, ভিপি মঞ্জুর, মোঃ রিপন সরকার, কায়কোবাদ হোসেন কানু, আসাদুজাম্মান আসাদ প্রমুখ। এছাড়াও নরসিংদী ও মাধবদী থানা আওয়ামী লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, যুবলীগ, তাঁতী লীগ, মৎসজীবি লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।