spot_img

― Advertisement ―

spot_img

দখলবাজিতে জীবন গেল যুবদল নেতার

মহিউছ ছাইয়েদ, নিজস্ব প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুড়া গ্রামে সরকারি পুকুর দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারালেন যুবদল নেতা রাহুল সরকার (৩৫)।...
প্রচ্ছদসারা বাংলাবগুড়ায় ঈদের রাতে আবারও জোড়া খুন!

বগুড়ায় ঈদের রাতে আবারও জোড়া খুন!

মহিউছ ছাইয়েদ, নিজস্ব প্রতিনিধিঃ বগুড়ায় ঈদের রাতে আবারও জোড়া খুন এর ঘটনা ঘটেছে। শহরের নিশিন্দারা হাকির মোডের চকরপাড়া এলাকায় সংঘটিত এই খুনের ঘটনায় রুমন ও শরীফ নামে দুই যুবককে এলোপাথাড়ি ছুরিকাঘাতে হত্যা করা হয়। ওই এলাকার একটি ইউক্লিপটাস বাগানে তাদেরকে খুন করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

আরও পড়ুনঃ আশুলিয়ায় পোশাক শ্রমিককে শ্বাসরোধে হত্যা, আটক ১

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে থানা পুলিশ। তাদের মৃতদেহ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

জোড়া খুনের সত্যতা নিশ্চিত করে বগুড়া সদর থানার পরিদর্শক ( তদন্ত) শাহিনুজ্জামান জানান, হত্যাকান্ডে জড়িতদের শনাক্ত এবং গ্রেফতারে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। হত্যাকান্ডের কারণ জানতে তদন্ত চলছে।

১৮ জুন সকালে এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।