spot_img

― Advertisement ―

spot_img

নদীভাঙনের কবলে সুনামগঞ্জের ব্রাক্ষ্রণগাঁও: ৫ শতাধিক পরিবার বিপর্যস্ত

মোঃ আবু হায়াৎ, সুনামগঞ্জ (জেল) প্রতিনিধিঃ সুনামগঞ্জের সদর উপজেলার কুরবাণ নগর ইউনিয়নের ব্রাক্ষ্রণগাঁও গ্রামের ৫ শতাধিক পরিবার নদীভাঙনের কারণে দিশেহারা। ইতিমধ্যে আড়াই শতাধিক পরিবার...
প্রচ্ছদসারা বাংলাঅতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের তাহেরপুর পানির নিচে

অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের তাহেরপুর পানির নিচে

মোঃ আবু হায়াৎ, সুনামগঞ্জ (জেল) প্রতিনিধিঃ কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সকল নদ-নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঈদের আনন্দ নেই পানি বন্দি কয়েক লাখ মানুষের মুখে। এবার পানি ডুকে পড়েছে শহর ও গ্রামের বিভিন্ন এলাকায়। তাহেরপুরও বাদ যায়নি, এখানেও বন্যা পরিস্থিতি বেশ নাযুক।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা‍য় পানি ডুকে ঘর-বাড়ি ডুবে গেছে। ট্যাকেরঘাট, দুধের আউটা, নতুন বাজারসহ বেশিরভাগ গ্রামে ক্ষতিগ্রস্ত হয়েছে। তা নিয়ে বেশ চিন্তিত এলাকাবাসী।

ঘরের ভেতর পানি ডুকার কারণে এলাকাবাসিরা রাস্তার পাশে তাবু বেঁধে থাকছেন। তারা বলেন যে,এ বন্যার পরিস্থিতি কারণে তাদের চলা ফেরা অনেক কষ্ট হচ্ছে। ছেলে মেয়ের দের নিয়ে রাস্তা আসতে হচ্ছে তাদের।

৪নং ওয়াড মেম্বার লুৎফর রহমান বলনে, সুনামগঞ্জ ১ আসনের ভিতরে যা লোক আছে সবাই বন্যার পানিতে প্লাবিত, আমরা এই পরিস্থিতির জন্য অনেক কষ্টে আছি।

আরও পড়ুনঃ সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, ২২এর পুনরাবৃত্তির আশঙ্কা

তিনি আরও বলেন, আমাদের কে দেখে যদি বন্যার ঝুকি এড়ানোর কোনো জিনিস থাকে তা আমাদের কে দেওয়ার জন্য আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইলো। আমরা যারা আছি সবাই গরীব কাঙ্গাল সবার ঘর বাড়ি পানির নিছে চলে গেছেন।

তিনি আরো বলেন যে আমরা চাই আমাদের মাননীয় এমপি সাহেব এডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার আমাদের এলাকায় এসে আমাদের যেন একবার দেখে যায় আমরা কতটা কষ্টে আছি।