spot_img

― Advertisement ―

spot_img

দেবহাটায় ছাত্রশিবিরের কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

ইব্রাহীম হোসেন, দেবহাটা প্রতিনিধিঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেবহাটা উপজেলা উত্তর শাখার আয়োজনে বাছাইকৃত কর্মীদের নিয়ে কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) সকাল ৮টায়...
প্রচ্ছদসারা বাংলাদেবহাটার বহেরায় মাইক্রোবাসের ধাক্কায় নাতী নিহত, আহত নানি

দেবহাটার বহেরায় মাইক্রোবাসের ধাক্কায় নাতী নিহত, আহত নানি

ইব্রাহীম হোসেন, দেবহাটা প্রতিনিধিঃ দেবহাটার বহেরায় মাইক্রোবাসের ধাক্কায় আলী হাসান (৮) নামের এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার (৯ আগস্ট) উপজেলার বহেরা বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আলী হোসেন উপজেলার সেকেন্দ্রা গ্রামের সফিকুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী শাহিন হোসেন জানান, শুক্রবার সেকেন্দ্রা থেকে শিশু আলী হাসান নানারবাড়ি যাচ্ছিল। নানির সাথে আলী হাসান বহেরা এলাকায় পৌঁছালে পেছন থেকে (ঢাকা মেট্রো-চ ৫১-৫৮১২) মাইক্রোবাস তাদের ধাক্কা দেয়।

এসময় শিশু আলী হাসান ঘটনাস্থলে মারা যায় এবং তার নানী গুরুত্বর আহত হন। স্থানীয় সাধারণ মানুষ তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুনঃ “খুলনায় আপনার মতো পুলিশ কমিশনার চাই না”

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ মাহমুদ হোসেন জানান, সড়ক দূর্ঘটনার বিষয়টি শুনেছি। দূর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন।