
মোশারফ হোসেন রিয়াদ, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচারের দাবিতে নান্দাইলে অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি।
বুধবার (১৪আগষ্ট) দুপুরে নান্দাইল নতুন বাজার কলেজ গেইটের সামনে কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে অবস্থা নিয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিএনপির বৈদেশিক সম্পর্কিত কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ইয়াসের খান চৌধুরীর তত্বাবধানে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন।
এসময় বক্তব্য রাখেন- ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য রফিকুজ্জামান ভূঁইয়া মনির,সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন দিলীপ,উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মিজানুর রহমান লিটন, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক বিল্লাল হোসেন,ছাত্রদলের আহবায়ক বাবুল আহমেদ অনিক সহ প্রমুখ।
আরও পড়ুনঃ রাজশাহী কলেজ ছাত্রাবাস থেকে দেশীয় অস্ত্রসহ ককটেল উদ্ধার
বক্তারা দ্রুত ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচারের দাবি জানায়। এর আগে নতুন বাজার এলাকায় বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেন।