মোঃ সিফাত ই মঞ্জুর রোমান, বরিশাল প্রতিনিধিঃ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝালকাঠি ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বৃক্ষ চারা বিতরণ কর্মসূচী পালন করেছে।
বুধবার বিকালে শহরের সিটি পার্কে জেলা শাখার নব নির্বাচিত সভাপতি আ: হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উজ্জল রহমানের সঞ্চালনায় আয়োজন সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল) উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের বরিশাল বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো: শাকিল রনি হাওলাদার।
আরও পড়ুনঃ জবিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তরু’র বিভিন্ন আয়োজন
বিশ্ব পরিবেশ দিবস ( ডব্লিউইডি) প্রতি বছর ৫জুন পালিত হয় এবং পরিবেশ রক্ষার জন্য সচেতনতা ও পদক্ষেপ উৎসাহিত করে। “গাছ লাগান পরিবেশ বাঁচান”- এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডিওয়াইডিএফ) ঝালকাঠি শাখার উদ্যোগে বৃক্ষ বিতরণ কর্মসূচী পালন করে।
এসময় জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথি উপস্থিত সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করেন।