spot_img

― Advertisement ―

spot_img

সাভারে দূর্ধর্ষ সন্ত্রাসী আনোয়ার হোসেন র‍্যাবের হাতে গ্রেফতার

মোঃ আসিফুজ্জামান আসিফ, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ সাভারে র‌্যাব-৪ এর অভিযানে ধরা পড়েছে দূর্ধর্ষ সন্ত্রাসী আশুলিয়া থানা শ্রমিকলীগের সহ-সভাপতি ও একাধিক মামলার আসামি আনোয়ার হোসেন...
প্রচ্ছদরাজধানীমিরপুরে সাংবাদিকের ওপর কিশোর গ্যাং এর হামলা

মিরপুরে সাংবাদিকের ওপর কিশোর গ্যাং এর হামলা

রাজধানীর মিরপুরে বেলাল উদ্দিন সেতু নামে এক সাংবাদিকের ওপর হামলা করেছে কিশোর গ্যাং এর সদস্যরা। সেতু দৈনিক আজকের খবরের অপরাধ বিভাগে কর্মরত।

শনিবার (১১ মে) সকালে বেড়িবাঁধ হয়ে রিকশায় করে যাচ্ছিলেন সেতু। এসময় তার ওপর হামলার ঘটনা ঘটে।

সেতু জানান, তিনি রিকশায় যাচ্ছিলেন। এসময় রিকশা আটকিয়ে কয়েকজন সন্ত্রাসী তাকে ব্যাপক মারধর করে। এমনকি এলাকা ছেড়ে যাওয়ার হুমকি দেয়। তারা সবাই বয়সে কিশোর। বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বেলাল উদ্দিন সেতু।

আরও পড়ুনঃ রাজনীতিতে পরিত্যক্ত মানুষ গুলোর আওয়াজ ব্যাঙের মত বড় : পররাষ্ট্র মন্ত্রী

সংগঠনের সিনিয়র সদস্য বেলাল উদ্দিন সেতু সন্ত্রাসী হামলার শিকার হওয়ায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা।