spot_img

― Advertisement ―

spot_img

চাঁপাইনবাবগঞ্জে বন্যার্তদের সাহযোগিতায় ৪ সিদ্ধান্ত

মো: মাহিদুজ্জামান সিয়াম, নিজস্ব প্রতিনিধিঃ হঠাৎ চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর ও শিবগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নে বন্যা সৃষ্টি হয়েছে। প্লাবিত চরাঞ্চলে বন্যার্ত মানুষদের সহযোগিতায় এগিয়ে এসেছে...
প্রচ্ছদরাজধানীপ্রধান উপদেষ্টার বাসভবন-সচিবালয় ঘিরে বিক্ষোভ, সমাবেশ নিষিদ্ধ : ডিএমপি

প্রধান উপদেষ্টার বাসভবন-সচিবালয় ঘিরে বিক্ষোভ, সমাবেশ নিষিদ্ধ : ডিএমপি

মো: মাহিদুজ্জামান সিয়াম, নিজস্ব প্রতিনিধিঃ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকীকরণ ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষ্যে সচিবালয় এলাকা এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন (যমুনা) এলাকার আশপাশে সকল প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রবিবার রাতে ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের আদেশক্রমে এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনার আশেপাশের এলাকায় যেকোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুনঃ সচিবালয়ে আনসারদের সঙ্গে সংঘর্ষে হাসনাত আব্দুল্লাহসহ ৩৫শিক্ষার্থী আহত

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামীকাল ২৬ আগস্ট ২০২৪ (সোমবার) হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং মাননীয় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন (যমুনা) এর আশেপাশের এলাকায় যে কোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো।