spot_img

― Advertisement ―

spot_img

জাকসু নির্বাচন বর্জন, পুনঃনির্বাচনের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। পাশাপাশি পুনরায় নির্বাচনের দাবিতে...
প্রচ্ছদসারা বাংলাভূরুঙ্গামারীতে আটক ভারতীয় যুবককে ফ্লাগ মিটিং করে হস্তান্তর

ভূরুঙ্গামারীতে আটক ভারতীয় যুবককে ফ্লাগ মিটিং করে হস্তান্তর

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর ময়দান বিজিবি ক্যাম্প এলাকা থেকে দিনহাটা থানার দিঘলটারী গ্রামের মৃতঃ রফিকুল ইসলাম এর ছেলে হারুন মিয়া (২৩) নামের এক ভারতীয় যুবককে আটক করেছিল ময়দান সীমান্ত ফাঁড়ির দায়িত্বরত বিজিবি।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০ সেপ্টেম্বর (শুক্রবার) রাত আনুমানিক ৯ টার সময় বাঁশজানি বাজার এলাকায় সীমান্ত হতে ১০০ গজের মধ্য থেকে হারুন নামের এক ভারতীয় যুবককে আটক করে ময়দান বিজিবি ক্যাম্পের টহলরত বিজিবি। ওই যুবককে শুক্রবার দিনগত রাত আনুমানিক দুইটার সময় পতাকা বৈঠক এর মাধ্যমে হস্তান্তর করা হয়।

আরও পড়ুনঃ লক্ষ্মীপুরের ক্ষতিগ্রস্থ  ৬কিলোমিটার সড়ক সংস্কারে যুবদল-ছাত্রদলের নেতা কর্মীরা

বিজিবি সূত্রে জানা যায়, সে তার আত্মিয়ের সাথে দেখা করতে আসছিল, সীমান্ত শুন্য লাইন হতে ২০-১০০ গজের মধ্যে তার বাড়ি হওয়ায় ও যাচাই-বাছাইএ তার বিরুদ্ধে স্মাগলিঙ্ক বা অন্য কোন সাথে জড়িত না থাকায় তাকে ফ্লাগ মিটিং করে হ্যান্ড ওভার করা হয়