spot_img

― Advertisement ―

spot_img

জাকসু নির্বাচন বর্জন, পুনঃনির্বাচনের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। পাশাপাশি পুনরায় নির্বাচনের দাবিতে...
প্রচ্ছদসারা বাংলালক্ষ্মীপুরে এবছর ৭৮ টি পূজামন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত  হবে 

লক্ষ্মীপুরে এবছর ৭৮ টি পূজামন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত  হবে 

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এবং সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান সারদীয় দূর্গাপূজা শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। এরই মাঝে তাদের প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। এখন চলছে প্রতিমা ফুটিয়ে তোলার জন্য শেষ আঁচরের কাজ।

লক্ষ্মীপুর জেলায় এ বছর ৭৮ টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। এই পূর্জায় নিরাপত্তা নিশ্চিত,করতে রাতের বেলায় সেনাবাহিনী টহলসহ আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা বৃদ্ধি যাতায়াতের জন্য রাস্তা ঘাট সংস্কারসহ বিভিন্ন ধরনের সহায়তা দাবী করেছে সনাতন ধর্মাবলম্বীরা ।

এ উপলক্ষে সম্প্রতি লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে পূর্জা উদযাপনের প্রস্ততিমূলক সভায় এসব দাবী করেন তারা।

জেলা প্রশাসক রাজিব কুমার সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,পুলিশ সুপার আক্তার হোসেন, সেনাবাহিনীর জেলা ক্যাম্পের অধিনায়ক লে: কর্নেল মাজিদুল হক রেজা,সহকারী অধিনায়ক মেজর মো: জিয়া, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ রফিকুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট প্রিয়াংকা দত্ত, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেপি দেওয়ান, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিমুল সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক মিলন মন্ডল,শৈবাল কান্দি সাহা, মানিক সাহা প্রমুুখ।

আরও পড়ুনঃ আইসিসি অ্যাকাডেমি পরিদর্শনে দুবাইয়ে আসিফ মাহমুদ

সভায় জানানো হয় জেলায় ৭৮ টি মন্ডপে এ বছর পূজা উদযাপন করা হবে। পূজা চলাকালিন নামাজ ও আযানের সময় সাময়িক মাইক বন্ধ রাখা, পূজা নিরাপত্তা নিশ্চিত করার জন্য যার যার অবস্থান থেকে কাজ করা এবং বন্যার কারণে বিভিন্ন মন্ডপে যাওয়ার সড়ক গুলো সংস্কার ও মেরামত প্রতিটি মন্ডপে সরকারী অনুদান পাওয়া নিশ্চিতসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।