spot_img

― Advertisement ―

spot_img

সৃজনঘরের জাতীয় সিরাত প্রতিযোগিতায় দ্বিতীয় ইবি শিক্ষার্থী ইহসানুল হক 

ইবি প্রতিনিধি: বৃহত্তর সিলেটের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংগঠন সৃজনঘরের তারুণ্যের মাহফিল-এর তৃতীয় সিজন অনুষ্ঠিত হয়েছে। এতে কলেজ-ইউনিভার্সিটি ভিত্তিক জাতীয় সিরাত প্রতিযোগিতার ভিজুয়াল আসর ‘টুয়েলভ...
প্রচ্ছদসারা বাংলাজয়পুরহাটে হত্যা চেষ্টা মামলায় চার আওয়ামীলীগ নেতা গ্রেফতার

জয়পুরহাটে হত্যা চেষ্টা মামলায় চার আওয়ামীলীগ নেতা গ্রেফতার

মোঃ আল আমিন, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় ৪ জন আওয়ামীলীগ নেতাকে র‌্যাবের সহায়তায় গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ভোর রাতে জয়পুরহাট সদর উপজেলার উত্তর জয়পুর এলাকা থেকে তদের গ্রেফতার করে বেলা সাড়ে ১০ টায় আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- জয়পুরহাট পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক, সাবেক পৌর কাউন্সিল সাহেব পাড়ার বাসিন্দা জাকির হোসেন মোল্লা (৩৮), সদর উপজেলা আওয়ামীগের সদস্য সদর উপজেলার রাঘবপুর গ্রামের মাসুদ রানা (৪২). চকশ্যাম গ্রামের আলম হোসেন (৪৬) এবং চকগোপাল গ্রামের জাফর জনি (৪২)।

আরও পড়ুনঃ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন এ তথ্য নিশ্চিত করে জানান, গত বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোল চলকালে তারা ছাত্র-জনতাকে হত্যা চেষ্টা মামলায় আসামী ছিলেন । মামলার পর থেকে তারা পলাতক ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যদের সহায়তায় তাদের গ্রেফতার করা হয়েছে বলেও জানান ওসি শাহেদ আল মামুন।