
মোঃমাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে খবির উদ্দিন নামের এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার বালুরচর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানায়, উপজেলার চর আলেকজান্ডারের জনতা বাজার এলাকার খবির উদ্দিন সহ ৫-৬ জন জেলে সকালে মেঘনা নদীতে মাছ ধরতে যান। ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। একপর্যায়ে বজ্রপাতে খবিরের মৃত্যু হয়। এসময় অন্যরা আতঙ্কিত হয়ে পড়ে।
আরও পড়ুনঃ অসামাজিক কার্যকলাপে বাধা দেওয়ায় ভাড়াটিয়ার হামলার শিকার বাড়িওয়ালা
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, নদীতে জেলের মৃত্যুর খবর শুনেছি। ঘটনার বিস্তারিত কেউ জানায়নি। খোঁজ-খবর নেওয়া হচ্ছে।